Ajker Patrika

ধর্ষণের মামলায় বরিশাল সিটি কাউন্সিলর গ্রেপ্তার

বরিশাল, প্রতিনিধি
আপডেট : ১৪ জানুয়ারি ২০২২, ২২: ১৭
ধর্ষণের মামলায় বরিশাল সিটি কাউন্সিলর গ্রেপ্তার

বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আজাদ হোসেন কালাম মোল্লাকে (৪৪) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় বাকেরগঞ্জ উপজেলা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ওসি কমলেশ চন্দ্র দাস। 

এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে কালাম মোল্লার বিরুদ্ধে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানায় ধর্ষণ মামলা করেন এক নারী। 

কাউন্সিলর কালাম মোল্লা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ বরিশাল জেলা শাখা এবং বরিশাল জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি। জমি দখল, চাঁদাবাজিসহ অনৈতিক নানা কর্মকাণ্ডের জন্য তিনি নগরীতে বিতর্কিত। এর আগেও বিভিন্ন সময়ে তাঁর বিরুদ্ধে নারীঘটিত ঘটনার অভিযোগ আছে বলে জানা গেছে। 
 
ধর্ষণ মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সাইদুল হক বলেন, ‘কাশীপুর ইউনিয়নের মগড় গ্রামের ৩০ বছর বয়সী এক নারী, বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন কাউন্সিলর কালাম মোল্লার বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ওই নারী অভিযোগ দেওয়ার পর আজ বিকেলে সেটি এজাহার হিসেবে গ্রহণ করা হয়। ওই নারীর অভিযোগ, দীর্ঘদিন যাবৎ কালাম মোল্লা তাঁকে ধর্ষণ করে আসছে। সর্বশেষ বৃহস্পতিবার তিনি ধর্ষণের শিকার হয়েছেন।’

এসআই সাইদুল হক বলেন, ‘শারীরিক পরীক্ষার-নিরীক্ষার জন্য অভিযোগকারী ওই নারীকে ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত