Ajker Patrika

কাজ শেষের আগেই চূড়ান্ত বিল পরিশোধ, প্রকৌশলীকে বদলি

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
কাজ শেষের আগেই চূড়ান্ত বিল পরিশোধ, প্রকৌশলীকে বদলি

কাজ শেষ হওয়ার আগেই ঠিকাদারকে চূড়ান্ত বিল দেওয়ার ঘটনায় সড়ক বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আলী আকবরকে মাদারীপুরে বদলি করা হয়েছে। গতকাল রোববার তাঁর বদলির আদেশ দেওয়া হয়।

সড়ক বিভাগের প্রধান প্রকৌশলী একেএম মনির হোসেন পাঠান স্বাক্ষরিত চিঠিতে এ আদেশ দেওয়া হয়।

পিরোজপুরের চরখালী-তুষখালী-মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কের পিরোজপুর অংশে ড্রেন নির্মাণকাজ (মঠবাড়িয়া বাজার অংশ) নিয়ে এ অনিয়মের ঘটনা ঘটেছে।

বিল দেওয়ার সঙ্গে জড়িত আরও দুজন হলেন—   পিরোজপুর সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. অহিদুজ্জামান ও নির্বাহী প্রকৌশলী (বর্তমানে বরিশাল সড়ক বিভাগে আছেন) মাসুদ মাহমুদ সুমন। তাঁদের ব্যাপারে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

কাজ শেষ হওয়ার আগেই ঠিকাদার বিল পেয়ে যাওয়ায় আরসিসি ড্রেন নির্মাণের কাজ যেনতেনভাবে করা হচ্ছিল। এ নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী কয়েকবার কাজ বন্ধ করে দেয়। এই অনিয়মের সংবাদ গত ১৯ এপ্রিল আজকের পত্রিকায় প্রকাশিত হলে বিষয়টি কর্তৃপক্ষ আমলে নেয়। এরপর পিরোজপুর সড়ক বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আলী আকবরকে মাদারীপুরে বদলি করা হলো।

এ ব্যাপারে পিরোজপুর সড়ক বিভাগের বর্তমান নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ বলেন, ‘চলতি বছরের ২৬ জানুয়ারি এখানে যোগদান করেছি। কাজের আগেই চূড়ান্ত বিল প্রদানের বিষয়ে কোনো তথ্যই আমার কাছে নেই। তবে উপ-সহকারী প্রকৌশলী আকবরকে মাদারীপুরে বদলি করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত