Ajker Patrika

মঠবাড়িয়ায় যুবলীগের প্রেসিডিয়াম সদস্যের বাড়িতে ডাকাতি 

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২, ১৮: ২৮
মঠবাড়িয়ায় যুবলীগের প্রেসিডিয়াম সদস্যের বাড়িতে ডাকাতি 

পিরোজপুরের মঠবাড়িয়ার উত্তর মিঠাখালীতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য তাজউদ্দিন আহমেদের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার (২ ডিসেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

তাজউদ্দিন আহমেদ বলেন, ‘গতকাল দিবাগত রাতে ৮-১০ জনের একটি ডাকাতদল আমাদের বসতঘরের পেছনের দরজা খুলে ভেতরে প্রবেশ করে। পরে আমাকে ও আমার স্ত্রী নাছরিন আক্তার সুইটিকে অস্ত্রের মুখে জিম্মি করে দুই ভরি স্বর্ণালংকার, নগদ ৬০ হাজার টাকা ও দুটি মোবাইল ছিনিয়ে নিয়ে যায় তারা।’

এ বিষয়ে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, ‘যুবলীগের প্রেসিডিয়াম সদস্যের বাসায় ডাকাতির ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। একই সঙ্গে ঘটনার সঙ্গে সম্পৃক্তদের গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালাচ্ছে।’

এদিকে ডাকাতির খবর পেয়ে আজ শনিবার (৩ ডিসেম্বর) সকালে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. মোস্তাফিজুর রহমান, মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম ও পৌর প্রশাসক আজিজুল হক সেলিম মাতুব্বর ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত