Ajker Patrika

বকেয়া চাওয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে দোকান ভাঙচুরের অভিযোগ

আমতলী (বরগুনা) প্রতিনিধি
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ২০: ৫২
বকেয়া চাওয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে দোকান ভাঙচুরের অভিযোগ

বরগুনার তালতলীতে এক স্বেচ্ছাসেবক লীগ নেতার কাছে বকেয়া টাকা চাওয়ায় দোকানে ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার রাতে উপজেলার ছোটবগী বাজারে ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত মো. জাহিদুল ইসলাম বিশ্বাস ছোটবগী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।

জানা গেছে, ছোটবগী বাজারে মো. বাদল মৃধার কসমেটিকসের ব্যবসা রয়েছে। ওই দোকান থেকে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম বিশ্বাস বাকিতে মালামাল কেনেন। গতকাল রাতে দোকানমালিক বাদল মোবাইল ফোনে জাহিদুল ইসলামের কাছে বকেয়া টাকা চান। এতে ক্ষুব্ধ হয়ে তিনি বাদল মৃধার দোকানে গিয়ে হামলা চালান। তাতে দোকানের শোকেসের গ্লাস ভেঙে গুরুত্বপূর্ণ মালামাল নষ্ট হয়েছে।

দোকানমালিক বাদল মৃধা বলেন, ‘জাহিদুল ইসলাম বিশ্বাসের কাছে ২ হাজার ২০০ টাকা বাকি রয়েছে। ওই টাকা চাওয়ায় আমার দোকানে হামলা চালিয়ে শোকেসের গ্লাস ভেঙে ফেলেছে। আমি এ ঘটনার বিচার চাই।’

তবে ছোটবগী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম বিশ্বাস অভিযোগ অস্বীকার করে বলেন, সামান্য কথা-কাটাকাটি হয়েছে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাখাওয়াত হোসেন তপু বলেন, ‘এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত