Ajker Patrika

খুলনায় পল্লিবিদ্যুতের মালামাল আত্মসাৎ মামলায় ৫ জনের গ্রেপ্তারি পরোয়ানা 

খুলনা প্রতিনিধি
খুলনায় পল্লিবিদ্যুতের মালামাল আত্মসাৎ মামলায় ৫ জনের গ্রেপ্তারি পরোয়ানা 

খুলনায় পল্লিবিদ্যুৎ সমিতির আওতায় আপগ্রেডেশন প্রকল্পের প্রায় ৭৭ লাখ টাকার মালামাল আত্মসাৎ মামলায় পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গতকাল সোমবার খুলনা মহানগর স্পেশাল জজ আদালতের বিচারক মাহমুদা খাতুন গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

আসামিরা হলেন-ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আব্দুল হান্নান চৌধুরী সিভিল অ্যান্ড ইলেকট্রিকের স্বত্বাধিকারী মিসেস খাদিজা খানম, প্রতিষ্ঠানের প্রতিনিধি আব্দুল কাইয়ুম, জেনারেল ম্যানেজার মো. মোশাররফ হোসেন, সহকারী ম্যানেজার আবু তাহের ও জাহান বক্স। তাঁদের মোশাররফ হোসেন ও আবু তাহের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। কিন্তু বিচারক জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে প্রেরণ করেন।

আদালতের দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) আইনজীবী খন্দকার মজিবর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০১৩ সালের ১৪ ফেব্রুয়ারি পল্লিবিদ্যুৎ সমিতির আওতায় খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলায় ৩৩ কেভি ও ১১ কেভির বিদ্যুৎ সম্প্রসারণ আপগ্রেডেশন করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করা হয়। শর্তানুযায়ী বিদ্যুৎ বিভাগ থেকে ৭৭ লাখ ১ হাজার ৭৪৬ টাকার মালামালও বুঝে নেওয়া হয়। কিন্তু ২০১৫ সালের ১৫ ডিসেম্বর ঠিকাদারি প্রতিষ্ঠান মালামাল আত্মসাৎ করে কাজ বন্ধ করে দেয়। এ ঘটনায় পল্লিবিদ্যুৎ সমিতি খুলনা সহকারী জেনারেল ম্যানেজার হাফিজুর রহমান ২০১৮ সালে ২৫ জানুয়ারি লবণচরা থানায় এ মামলা দায়ের করেন।

পরবর্তীতে মামলা দায়েরের পর দুদকের সহকারী পরিচালক তরুণ কান্তি ঘোষ তদন্ত করে চলতি বছরের ৩০ মে আদালতে চার্জশিট দাখিল করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

১১ বছর বয়সেই যৌন সম্পর্ক, ১৩-তে ছয় নারীর শয্যাসঙ্গী হন এই ব্রিটিশ রাজপুত্র

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের অস্ত্রক্রয় চুক্তি স্থগিত করেছে ভারত

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর ‘দমন-পীড়নে’ ২০২ শিক্ষকের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত