নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানার পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মোটরসাইকেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গত বুধবার ভোরে রিকশায় করে পশ্চিম শেওড়াপাড়ায় বাসায় ফিরছিলেন অংগ্যজাই মারমা (২৭)। সঙ্গে ছিলেন তাঁর চাচাতো বোন। মান্নান সরণি এলাকায় পৌঁছালে তিন ছিনতাইকারী মোটরসাইকেলে এসে রিকশার গতি রোধ করে। তাঁদের মধ্যে একজন ইমরান ওরফে শাকিলের হাতে ছিল ধারালো চাপাতি। তাঁরা ভয় দেখিয়ে অংগ্যজাইয়ের মানিব্যাগ ও তাঁর বোনের গলায় থাকা রুপার চেইন ছিনিয়ে নেয়।
ঘটনাটির সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের নজরে আসে। ভিকটিমের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেয় মিরপুর মডেল থানার পুলিশ।
ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে গত বৃহস্পতিবার থানায় মামলা দায়ের করা হয়। তদন্তে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় ছিনতাইকারীদের শনাক্ত করে পুলিশ।
গ্রেপ্তার শাকিলের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল এবং অংগ্রজাইয়ের ব্যাগে থাকা ২ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। পরে শাকিলের দেওয়া তথ্য অনুযায়ী, পূর্ব মনিপুর এলাকার একটি ভবনের ছাদ থেকে উদ্ধার করা হয় ছিনতাইয়ের সময় ব্যবহৃত ধারালো চাপাতি।
পুলিশ জানায়, গ্রেপ্তার শাকিল একজন পেশাদার অপরাধী। তাঁর বিরুদ্ধে রাজধানীর একাধিক থানায় ছিনতাই, চুরি ও মাদকসংশ্লিষ্ট একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি, ছিনতাইয়ে জড়িত অপর দুই সহযোগীকে ধরতে পুলিশের অভিযান চলছে।
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানার পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মোটরসাইকেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গত বুধবার ভোরে রিকশায় করে পশ্চিম শেওড়াপাড়ায় বাসায় ফিরছিলেন অংগ্যজাই মারমা (২৭)। সঙ্গে ছিলেন তাঁর চাচাতো বোন। মান্নান সরণি এলাকায় পৌঁছালে তিন ছিনতাইকারী মোটরসাইকেলে এসে রিকশার গতি রোধ করে। তাঁদের মধ্যে একজন ইমরান ওরফে শাকিলের হাতে ছিল ধারালো চাপাতি। তাঁরা ভয় দেখিয়ে অংগ্যজাইয়ের মানিব্যাগ ও তাঁর বোনের গলায় থাকা রুপার চেইন ছিনিয়ে নেয়।
ঘটনাটির সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের নজরে আসে। ভিকটিমের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেয় মিরপুর মডেল থানার পুলিশ।
ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে গত বৃহস্পতিবার থানায় মামলা দায়ের করা হয়। তদন্তে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় ছিনতাইকারীদের শনাক্ত করে পুলিশ।
গ্রেপ্তার শাকিলের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল এবং অংগ্রজাইয়ের ব্যাগে থাকা ২ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। পরে শাকিলের দেওয়া তথ্য অনুযায়ী, পূর্ব মনিপুর এলাকার একটি ভবনের ছাদ থেকে উদ্ধার করা হয় ছিনতাইয়ের সময় ব্যবহৃত ধারালো চাপাতি।
পুলিশ জানায়, গ্রেপ্তার শাকিল একজন পেশাদার অপরাধী। তাঁর বিরুদ্ধে রাজধানীর একাধিক থানায় ছিনতাই, চুরি ও মাদকসংশ্লিষ্ট একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি, ছিনতাইয়ে জড়িত অপর দুই সহযোগীকে ধরতে পুলিশের অভিযান চলছে।
ফোনে ওই ব্যক্তি নিজেকে সেনাবাহিনীর মেজর সোহেল পরিচয় দিয়ে জানায়, কিছু শারীরিক সমস্যার কারণে তার ভাই বাদ পড়েছে, তবে চাইলে টাকা দিলে চাকরি নিশ্চিত করে দিতে পারবে। এর পর ঢাকার শাহ আলী থানার একটি হোটেলে ভুক্তভোগীর সঙ্গে দেখা করে ওই ভুয়া মেজর সোহেল রানা। সঙ্গে ছিল আরেক প্রতারক তৈয়বুর রহমান, যাকে ভুক্তভোগী
৫ দিন আগেচাঁদাবাজি ও অবৈধ দখলের অভিযোগে সাম্প্রতিক সময়ে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ৫৭ শতাংশের বেশি নতুন মুখ। অর্থাৎ পুলিশের হাতে ধরা পড়া ব্যক্তিদের অর্ধেকের কিছু বেশির বিরুদ্ধে অতীতে এ ধরনের অপরাধের কোনো অভিযোগ ছিল না। পুলিশ কর্তৃপক্ষের দেওয়া হিসাবে এ তথ্য পাওয়া গেছে।
৯ দিন আগেআন্তর্জাতিক মানবপাচার চক্রের হোতা আমিনুল ইসলাম (৪৬) ও তার চার সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-২। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে র্যাব-২ ও হাজারীবাগ থানা পুলিশের যৌথ অভিযানে রাজধানীর উত্তরা পশ্চিম থানার ১১ নম্বর সেক্টর থেকে তাদের
২০ দিন আগেমেয়ে ঘুমাচ্ছিলেন। রাত সাড়ে ৩টার দিকে তাকে ঘুম থেকে তুলে ধর্ষণ করেন বাবা। ৮ বছর আগের ওই ঘটনায় মামলা হয়েছিল। ওই ঘটনার আগেও আসামি একাধিকবার মেয়েকে ধর্ষণ করেন। ফলে মেয়েটি গর্ভবতী হয়ে যায়। ঢাকার কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় ঘটনাটি ঘটেছিল।
০১ সেপ্টেম্বর ২০২৫