নিজস্ব প্রতিবেদক
ঢাকা: রাজধানীর বিজয় সরণি থেকে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের সেলফোন ছিনতাই হয়েছে। গত রোববার সন্ধ্যায় জ্যামে আটকা থাকা অবস্থায় মন্ত্রীর ফোনটি ছিনতাই হয় বলে আজ মঙ্গলবার নিশ্চিত করেছেন কাফরুল থানার ওসি সেলিমুজ্জামান।
তিনি জানান, মন্ত্রীর পিএস মোবাইল ছিনতাইয়ের ঘটনায় মামলা করেছেন।
এদিকে আজ মঙ্গলবার (১ জুন) শেরেবাংলা নগরে অবস্থিত পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে একনেক বৈঠক শেষে আয়োজিত এক ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী নিজেই সাংবাদিকদের ফোন ছিনতাই হওয়ার কথা জানান।
মন্ত্রী বলেন, রোববার সন্ধ্যায় পরিকল্পনা মন্ত্রণালয় থেকে যাওয়ার পথে বিজয় সরণিতে গাড়িতে বসে মোবাইল ব্রাউজিং করছিলাম। হুট করে কিছু বুঝে ওঠার আগেই কেউ একজন ছোঁ মেরে মোবাইল নিয়ে দৌড় দেয়।
ছিনতাই হওয়া মোবাইল ফোনটি তার ছেলের উপহার দেওয়া উল্লেখ করে মন্ত্রী বলেন, ব্রাউজিংয়ে মনোযোগ থাকার কারণে মুহূর্তের মধ্যে কী ঘটেছে তা বুঝতেও কয়েক সেকেন্ড কেটে যায়। সম্বিৎ ফিরে পেয়ে গাড়িতে থাকা পুলিশের গানম্যানকে বলি, আমার মোবাইল নিয়ে গেল। এসময় গাড়ি থামিয়ে গানম্যান ওই ছিনতাইকারীর পিছু নিলেও তাকে আর ধরতে পারেননি।
ছিনতাই হওয়া সেলফোনের আইএমইআই নম্বরসহ আনুষঙ্গিক তথ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে বলে জানান মন্ত্রী।
কাফরুল থানার ওসি সেলিমুজ্জামান বলেন, গত ৩০ মে সন্ধ্যা ৭টার দিকে মন্ত্রী মহোদয় অফিস থেকে বিজয় সরণি হয়ে ফিরছিলেন। বিজয় সরণিতে মন্ত্রীর গাড়ি জ্যামে আটকে ছিল। গাড়ির গ্লাস নামিয়ে তিনি ফোনে কথা বলা অবস্থায় তার ফোনটি ছিনতাই হয়।
ওসি জানান, এখনো ফোনটি উদ্ধার করা সম্ভব হয়নি। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।
ঢাকা: রাজধানীর বিজয় সরণি থেকে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের সেলফোন ছিনতাই হয়েছে। গত রোববার সন্ধ্যায় জ্যামে আটকা থাকা অবস্থায় মন্ত্রীর ফোনটি ছিনতাই হয় বলে আজ মঙ্গলবার নিশ্চিত করেছেন কাফরুল থানার ওসি সেলিমুজ্জামান।
তিনি জানান, মন্ত্রীর পিএস মোবাইল ছিনতাইয়ের ঘটনায় মামলা করেছেন।
এদিকে আজ মঙ্গলবার (১ জুন) শেরেবাংলা নগরে অবস্থিত পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে একনেক বৈঠক শেষে আয়োজিত এক ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী নিজেই সাংবাদিকদের ফোন ছিনতাই হওয়ার কথা জানান।
মন্ত্রী বলেন, রোববার সন্ধ্যায় পরিকল্পনা মন্ত্রণালয় থেকে যাওয়ার পথে বিজয় সরণিতে গাড়িতে বসে মোবাইল ব্রাউজিং করছিলাম। হুট করে কিছু বুঝে ওঠার আগেই কেউ একজন ছোঁ মেরে মোবাইল নিয়ে দৌড় দেয়।
ছিনতাই হওয়া মোবাইল ফোনটি তার ছেলের উপহার দেওয়া উল্লেখ করে মন্ত্রী বলেন, ব্রাউজিংয়ে মনোযোগ থাকার কারণে মুহূর্তের মধ্যে কী ঘটেছে তা বুঝতেও কয়েক সেকেন্ড কেটে যায়। সম্বিৎ ফিরে পেয়ে গাড়িতে থাকা পুলিশের গানম্যানকে বলি, আমার মোবাইল নিয়ে গেল। এসময় গাড়ি থামিয়ে গানম্যান ওই ছিনতাইকারীর পিছু নিলেও তাকে আর ধরতে পারেননি।
ছিনতাই হওয়া সেলফোনের আইএমইআই নম্বরসহ আনুষঙ্গিক তথ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে বলে জানান মন্ত্রী।
কাফরুল থানার ওসি সেলিমুজ্জামান বলেন, গত ৩০ মে সন্ধ্যা ৭টার দিকে মন্ত্রী মহোদয় অফিস থেকে বিজয় সরণি হয়ে ফিরছিলেন। বিজয় সরণিতে মন্ত্রীর গাড়ি জ্যামে আটকে ছিল। গাড়ির গ্লাস নামিয়ে তিনি ফোনে কথা বলা অবস্থায় তার ফোনটি ছিনতাই হয়।
ওসি জানান, এখনো ফোনটি উদ্ধার করা সম্ভব হয়নি। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।
যুক্তরাষ্ট্রের এক নাগরিকের সঙ্গে প্রতারণা, ভারতে সোনা চোরাচালান এবং ৬০০ কোটি টাকা পাচারের অভিযোগে ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে সিআইডি। গতকাল মঙ্গলবার রাজধানীর কোতোয়ালি থানায় এই মামলা করে।
১১ দিন আগেঢাকার পল্লবীতে অভিনব কায়দায় প্রতারণার অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। চাকরির লোভ দেখিয়ে ও ব্যবসায়িক অংশীদারির আশ্বাস দিয়ে কোরআন ছুঁয়ে শপথ করিয়ে কোটি টাকার বেশি হাতিয়ে নিত চক্রটি।
১২ দিন আগেফোনে ওই ব্যক্তি নিজেকে সেনাবাহিনীর মেজর সোহেল পরিচয় দিয়ে জানায়, কিছু শারীরিক সমস্যার কারণে তার ভাই বাদ পড়েছে, তবে চাইলে টাকা দিলে চাকরি নিশ্চিত করে দিতে পারবে। এর পর ঢাকার শাহ আলী থানার একটি হোটেলে ভুক্তভোগীর সঙ্গে দেখা করে ওই ভুয়া মেজর সোহেল রানা। সঙ্গে ছিল আরেক প্রতারক তৈয়বুর রহমান, যাকে ভুক্তভোগী
১৯ দিন আগেচাঁদাবাজি ও অবৈধ দখলের অভিযোগে সাম্প্রতিক সময়ে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ৫৭ শতাংশের বেশি নতুন মুখ। অর্থাৎ পুলিশের হাতে ধরা পড়া ব্যক্তিদের অর্ধেকের কিছু বেশির বিরুদ্ধে অতীতে এ ধরনের অপরাধের কোনো অভিযোগ ছিল না। পুলিশ কর্তৃপক্ষের দেওয়া হিসাবে এ তথ্য পাওয়া গেছে।
২২ দিন আগে