Ajker Patrika

মা-ছেলেকে নিজ ঘরে কুপিয়ে জখম

পুঠিয়া প্রতিনিধি
আপডেট : ১০ নভেম্বর ২০২১, ২৩: ০৯
মা-ছেলেকে নিজ ঘরে কুপিয়ে জখম

স্বামীর মৃত্যুর তিন মাস পার না হতেই সোমা বেগম নামের এক গৃহবধূকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। হামলায় তাঁর শিশু সন্তানও আহত হয়েছে।

রাজশাহীর পুঠিয়া উপজেলার মহনপুর গ্রামে গত সোমবার ভোরে মা-ছেলের ওপর এ হামলার ঘটনা ঘটে।

সোমা বেগম (৩০) ওই গ্রামের প্রয়াত মনিরুল ইসলামের স্ত্রী। তিনি ১৩ বছরের এক ছেলে ও এক বছরের এক মেয়েকে নিয়ে স্বামীর বাড়িতেই বসবাস করতেন। তাঁদের উদ্ধার করে প্রথমে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কিন্তু সোমা বেগমের জ্ঞান না ফেরায় তাঁকে রামেকে পাঠানো হয়। তাঁকে সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন সিয়াম (১৩) আজকের পত্রিকাকে বলে, ‘আমার বাবার মৃত্যুর পর চাচারা আমাদের জমিজমা দখলে নিতে মাকে নানা সময় বিয়ের প্রস্তাব দিতেন। কিন্তু মা তাঁদের প্রস্তাবে রাজি হয়নি। সে কারণে তাঁরা রামদা ও রড নিয়ে আমাদের ওপর হামলা চালিয়েছেন।’

পুঠিয়া থানার ওসি সোহরাওয়াদী হোসেন বলেন, থানায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

এস আলমের জামাতার পেটে ৩৭৪৫ কোটি টাকা

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত