Ajker Patrika

১৭ বছরের সাজা এড়াতে ১৮ বছর ছিলেন পালিয়ে

টঙ্গিবাড়ী (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৬ মার্চ ২০২২, ১৫: ০৭
১৭ বছরের সাজা এড়াতে ১৮ বছর ছিলেন পালিয়ে

অস্ত্র মামলায় ১৮ বছর পালিয়ে বেড়ানোর পর ইকবাল হোসেন (৫২) নামের ১৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত ১২টার পর ওই আসামিকে রাজধানীর সূত্রাপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইকবাল মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার ধীপুর ইউনিয়নের ডুলিহিটা গ্রামের বাসিন্দা। ইকবাল ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হোসেনের ছেলে।

পুলিশ জানিয়েছে, ২০০৪ সালে ময়মনসিংহের ভালুকায় অস্ত্র নিয়ে ডাকাতি করতে গিয়ে স্থানীয় জনগণের হাতে আটক হয়েছিলেন ইকবাল। এরপর তিনি অস্ত্র ও ডাকাতির মামলায় ১৭ মাস জেল খেটে জামিনে বের হয়ে আত্মগোপনে চলে যান। ইকবাল জন্মনিবন্ধন, জাতীয় পরিচয়পত্রসহ সরকারি কাগজপত্রে নাম ও ঠিকানা পরিবর্তন করে বসবাস করছিলেন। ওই এলাকায় তিনি নিজেকে একটি অনলাইন পত্রিকার সাংবাদিক হিসেবে পরিচয় দিয়ে ছদ্মবেশে ছিলেন।

গ্রেপ্তার অভিযানের নেতৃত্ব দেওয়া টঙ্গিবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. আল মামুন। তিনি বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় গোপন সূত্রে খবর পেয়ে সাজাপ্রাপ্ত আসামি ইকবালকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর আসল নাম মো. মারুফ হোসেন ইকবাল। কিন্তু তিনি এ নাম পরিবর্তন করে মো. ইকবাল হোসেন ব্যবহার করছিলেন।

টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোহেব আলী আজকের পত্রিকাকে জানান, গতকাল দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত