Ajker Patrika

নোটিশ ছাড়া উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন

তালতলী (বরগুনা) প্রতিনিধি
নোটিশ ছাড়া উচ্ছেদের  প্রতিবাদে মানববন্ধন

বরগুনার তালতলীতে নোটিশ ছাড়াই ১৪৭টি ব্যবসাপ্রতিষ্ঠান উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা। এ ছাড়া দোকানপাট, সড়ক অবরোধ ও নদীতে খেয়া চলাচল বন্ধ রেখে গতকাল শনিবার দ্বিতীয় দিনের মতো ধর্মঘট চলছে।

গতকাল বেলা ১১টার দিকে উপজেলার ছোটবগী বাজারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। খেয়া চলাচল বন্ধ ও সড়ক অবরোধ করে রাখায় দুর্ভোগে পড়েন হাজারো মানুষ। এদিকে আজকের (রোববার) মধ্যে পুনর্বাসনের ব্যবস্থা না করলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা।

জানা গেছে, প্রতি শুক্রবার তালতলী উপজেলার ঐতিহ্যবাহী ছোটবগী বাজারে হাট বসে। দক্ষিণাঞ্চলের বৃহত্তম গরু ও ধানের বাজার বসে এখানে। এ বাজার থেকে সরকার প্রতিবছর কোটি টাকা রাজস্ব আদায় করে। ৫০ বছর আগে বাজারসংলগ্ন বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ওপরে ব্যবসায়ীরা ঘর নির্মাণ করে ব্যবসা করছেন। গত বৃহস্পতিবার সকালে নোটিশ ছাড়াই বরগুনা ভূমি অধিগ্রহণ শাখার সিনিয়র সহকারী কমিশনার মো. মনিরুজ্জামানের নেতৃত্বে পুলিশ প্রশাসন ভেকু মেশিন দিয়ে ১৪৭ ব্যবসাপ্রতিষ্ঠান গুঁড়িয়ে দেয়। ব্যবসায়ীদের অভিযোগ, প্রতিষ্ঠানের মালামালও সরাতে দেওয়া হয়নি।

বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন সিকদারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. জাকির হোসেন চুন্নু, ছোটবগী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও হাটের ইজারাদার মো. মজিবুর রহমান বিশ্বাস, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খলিলুর রহমান প্রমুখ। মানববন্ধনে ভার্চুয়াল বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজবী উল কবির জোমাদ্দার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম সাদিক তানভীর বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আন্দোলন করে জনদুর্ভোগ সৃষ্টি করছেন। এটি না করে তাঁরা পানির উন্নয়ন বোর্ডের কাছে বৈধভাবে লিজ পাওয়ার জন্য দরখাস্ত করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত