Ajker Patrika

সালিস বৈঠকে পিটিয়ে হত্যা

হবিগঞ্জ প্রতিনিধি
সালিস বৈঠকে পিটিয়ে হত্যা

হবিগঞ্জের বানিয়াচংয়ে সালিস বৈঠক চলাকালে নেওয়াজ আলী (৫০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মক্রমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নেওয়াজ আলী উপজেলার মক্রমপুর বড়কান্দি গ্রামের মৃত মন্নর আলীর ছেলে। স্থানীয়দের বরাত দিয়ে বানিয়াচং থানার (ওসি) অজয় চন্দ্র দেব জানান, বেশ কিছুদিন ধরে ওই গ্রামের মৃত সঞ্জব আলীর ছেলে ইউসূফ আলীর সঙ্গে জমিতে পানি সেচের পাওনা টাকা নিয়ে বিরোধ চলে আসছিল একই গ্রামের নেওয়াজ আলীর। বিষয়টি সমাধানে গত শনিবার সন্ধ্যায় স্থানীয়ভাবে এক সালিস বৈঠকের আয়োজন করা হয়। সালিস বৈঠক চলাকালে দুই পক্ষ বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে হাতাহাতি ও মারামারিতে জড়িয়ে পড়ে। আহত নেওয়াজ আলীকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ওসি অজয় চন্দ্র দেব বলেন, পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহ মর্গে পাঠানো হয়েছে। তবে নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত