আশ্রয়ণের ঘরে রাস্তা নেই, চেয়ারম্যান বললেন আজ রাতেই
দুই সন্তান নিয়ে বিরাট বিশ্বাস রনজিত ও ছানু বালার পরিবার। রনজিত পেশায় শ্রমিক। যখন যে কাজ পান, তাই করেন। গত জানুয়ারিতেও চার সদস্যের এই পরিবারটির মাথা গোঁজার উল্লেখযোগ্য ঠাঁই ছিল না; দু বেলা খাবার জোগানোও ছিল কষ্টসাধ্য।