Ajker Patrika

এক বাড়িতেই দুই চেয়ারম্যান প্রার্থী

জকিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ১৪: ০৭
এক বাড়িতেই দুই চেয়ারম্যান প্রার্থী

জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এক বাড়ি থেকেই দুই প্রার্থী অংশ নিচ্ছেন। দলীয় প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই চাচাতো ভাই ইকবাল আহমদ চৌধুরী একল ও রিমন আহমদ চৌধুরী। একজন নৌকা এবং অপরজন লাঙল প্রতীক নিয়ে নির্বাচনে লড়বেন।

বড় ভাই ইকবাল আহমদ চৌধুরী একল উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি। দলের তৃণমূল নেতা-কর্মীদের ভোটে তিনি প্রাথমিকভাবে নৌকার মাঝি চূড়ান্ত হয়েছেন। অন্যদিকে তাঁর চাচাতো ছোট ভাই সিলেট মহানগর স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক রিমন আহমদ চৌধুরী জাতীয় পার্টির তৃণমূলের মতামতে লাঙল প্রতীক পেয়েছেন। ইতিমধ্যে কেন্দ্র থেকে তাঁর হাতে প্রার্থিতার চিঠিও তুলে দেওয়া হয়েছে। আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপে এ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

দুজনের সঙ্গে কথা বলে জানা গেছে, কেউ কাউকে ছাড় দিতে রাজি নন। দুজনই ভোট চেয়ে গণসংযোগ ও প্রচার চালিয়ে যাচ্ছেন। দুজনই শেষ পর্যন্ত মাঠে থাকার কথা জানিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত