Ajker Patrika

বেহাল দশায় জকিগঞ্জের সড়ক

প্রতিনিধি, জকিগঞ্জ (সিলেট)
বেহাল দশায় জকিগঞ্জের সড়ক

জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মকবুল শাহ সড়ক হইতে ইছামতি ডিগ্রি কলেজ পর্যন্ত রাস্তাটি বৃষ্টি হলেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। ফলে যাতায়াতে করতে মারাত্মকভাবে জনদুর্ভোগ পোহাতে হচ্ছে এই এলাকার মানুষদের।

জানা যায়, ইছামতি ডিগ্রি কলেজ, ইছামতি কামিল মাদরাসা, ইছামতি গার্লস একাডেমির শিক্ষার্থীরা যাতায়াত করে এই রাস্তা দিয়ে। এ ছাড়াও এই রাস্তার মধ্যে উত্তর জিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর জিয়াপুর জামে মসজিদ রয়েছে। এ ছাড়াও প্রতিদিন উত্তর জিয়াপুর, দর্গাবাহারপুর, হাড়িকান্দি, নান্দিশ্রী, উত্তর ফুলতলী, এওলাসারের শিক্ষার্থী ও জনসাধারণের যাতায়াতে জন্য এটি একটি সহজ রাস্তা।

ইছামতি কলেজের সাবেক শিক্ষার্থী ও উত্তর জিয়াপুর গ্রামের বাসিন্দা সুহেল আহমদ বলেন, বৃষ্টি হলেই রাস্তাটি যেন খেতের জমি মনে হয়। একেবারে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। আমাদের কপালে কাঁদা লেগেই আছে। কাঁদা নিয়েই আমাদের চলতে হয়। বিশেষ করে আমাদের গ্রামের মানুষের মসজিদে নামাজে যেতে অনেক কষ্ট হয় এবং ছোট ছোট বাচ্চাদের মক্তবে যেতে খুবই অসুবিধার সৃষ্টি হয়।

জিয়াপুর গ্রামের বাসিন্দা ও ইছামতি ডিগ্রি কলেজের শিক্ষার্থী বাহার উদ্দিন ও তাসলিমা আক্তার বলেন, `কাঁদার মধ্যে দিয়ে কলেজে যেতে আমাদের অনেক কষ্ট হয়। ৩০ মিনিটের রাস্তা ১ ঘণ্টা লেগে যায়। বৃষ্টি হলে রাস্তা পিচ্ছিল হয়ে পা পিছলে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে।'

উত্তর জিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফখরুল ইসলাম বলেন, `রাস্তাটি পাকাকরণ না হওয়াতে আমাদের কষ্টের শেষ নেই। বিশেষ করে আমার স্কুলের ছোট ছোট বাচ্চাদের জন্য খুবই কষ্টকর। বৃষ্টি হলে কাঁদার মধ্যে দিয়ে বাচ্চারা স্কুলে আসা যাওয়া করতে পারে না।'

ইছামতি ডিগ্রি কলেজের অধ্যক্ষ জালাল আহমদ বলেন, `রাস্তাটি পাকাকরণ হয়ে গেলে সুন্দর হতো। আমার কলেজের ছাত্র-ছাত্রী অন্য রাস্তা দিয়ে ঘুরে আসতে হতো না। রাস্তাটি পাকাকরণ হয়ে গেলে ছাত্ররা খুব সহজেই কলেজে আসতে পারবে।'

৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নাজিম উদ্দিন জানালেন, রাস্তাটি এলজিইডির আওতাধীন তাই আমাদের এখানে কিছু করার নেই।

মানিকপুর ইউনিয়নের চেয়ারম্যান মাতাব হোসেন চৌধুরী বলেন, রাস্তাটি এমপির বরাদ্দের মধ্যে পড়ে। তবে আমি রাস্তাটির জন্য সুপারিশ করে তালিকাভুক্ত করেছি।

উপজেলা চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী বলেন, রাস্তাটি পাকাকরণ হবে তবে কিছু সময় লাগবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত