Ajker Patrika

জকিগঞ্জে থেকে ২০১ বোতল ফেনসিডিল উদ্ধার, আটক ১

প্রতিনিধি, জকিগঞ্জ (সিলেট)
জকিগঞ্জে থেকে ২০১ বোতল ফেনসিডিল উদ্ধার, আটক ১

সিলেট জকিগঞ্জ উপজেলার থেকে প্রায় দুই লক্ষাধিক টাকা মূল্যের ২০১ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে জকিগঞ্জ থানা–পুলিশ। এ সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত সন্দিগ্ধ নজরুল ইসলাম ঘরের জানালা ভেঙে পালিয়ে যেতে সক্ষম হলেও তাঁর স্ত্রী পরভীন বেগমকে মাদকসহ হাতেনাতে আটক করে পুলিশ। 

রোববার দুপুর ২টার দিকে উপজেলার ৭ নম্বর বারঠাকুরী ইউনিয়নের বারঠাকুরী গ্রামের মৃত হারিছ আলীর ছেলে নজরুল ইসলামের বসতঘর থেকে এসব মানক উদ্ধার করা। 

জকিগঞ্জ থানা সূত্রে জানা যায়, জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবুল কাসেমের তত্ত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ থানার এসআই নুর জামালের নেতৃত্বে পুলিশ এই অভিযান চালায়। অভিযান পরিচালনাকালে বসতঘরে পৃথক দুটি সাদা রঙের প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ২০১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে পুলিশ উপস্থিত লোকজনের সামনে মাদকগুলো জব্দ করে থানায় নিয়ে আসেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে নজরুল ইসলাম (৪৫) ও তাঁর স্ত্রী আটক পারভীন বেগম (৪০) কে আসামি করে মামলা দায়ের করে। 

স্থানীয়রা জানান, মাদক ব্যবসায়ী নজরুল ইসলামের আয় উপার্জনের বৈধ কোন পেশা নেই। তিনি আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে তাঁর স্ত্রীর সহায়তায় দীর্ঘদিন থেকে তিনি ভারত থেকে ফেনসিডিল আমদানি করে স্থানীয়ভাবে বিক্রয় করে আসছেন। নজরুল ইসলাম এলাকায় ফেনসিডিল বিক্রয় করায় এলাকার যুব সমাজ নেশাগ্রস্ত হয়ে ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে ধোঁকা দিতে প্রায়ই ফেনসিডিল ক্রয় বিক্রয়ের কাজে তাঁর স্ত্রী পারভীন আক্তার ব্যবহার করে আসছেন বলে জানান তাঁরা। 

বিষয়টির সত্যতা স্বীকার করে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবুল কাসেম বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত আছে। আমরা মাদক ব্যবসায়ী বা মাদকসেবী কাউকে কখনো ছাড় দেব না।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত