Ajker Patrika

সিলেটের জকিগঞ্জে দেশের ২৮তম গ্যাসক্ষেত্র: বিদ্যুৎ প্রতিমন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ আগস্ট ২০২১, ১৬: ১৭
সিলেটের জকিগঞ্জে দেশের ২৮তম গ্যাসক্ষেত্র: বিদ্যুৎ প্রতিমন্ত্রী 

সিলেটের জকিগঞ্জে দেশের ২৮তম গ্যাসক্ষেত্র আবিষ্কার হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সোমবার জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবসের ভার্চ্যুয়াল আলোচনায় তিনি আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানান। 

এ বিষয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানির (বাপেক্স) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী আজকের পত্রিকাকে জানান, নতুন আবিষ্কৃত গ্যাসক্ষেত্রে ৬৮ বিলিয়ন ঘনফুট গ্যাসের মজুত আছে বলে বলে ধারণা করছেন তারা। এর মধ্যে উত্তোলন করা যাবে ৪৮ বিলিয়ন ঘনফুট। 

মোহাম্মদ আলী আরও জানান, দিনে এক কোটি ঘনফুট গ্যাস উত্তোলন করা যাবে জকিগঞ্জের গ্যাসক্ষেত্র থেকে। আগামী ১২ থেকে ১৪ বছরে উত্তোলিত গ্যাসের বাজারমূল্য দাঁড়াবে প্রায় ১ হাজার ২৭৬ কোটি টাকা।’ 

‘চলতি বছরের ১ মার্চ থেকে কাজ শুরু করে ৭ মে পর্যন্ত খননকাজ করি আমরা। মোট ১ হাজার ৯৮১ মিটারের একটি কূপ খনন করেছি। যার মধ্যে ২৮৭০-২৮৯০ মিটারে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। গত ১৫ জুন সকাল সোয়া ১০টার দিকে ডিএসটি (ড্রিল স্টিম টেস্ট) সৌভাগ্য শিখা জ্বালাতে সক্ষম হই আমরা। এখন একটি কূপ খনন করলেও, সামনে আরও দুই থেকে তিনটি কূপে গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান মোহাম্মদ আলী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত