রংপুরে বৃদ্ধের তরুণী স্ত্রী, প্রেমিকের হাতে আরেক প্রেমিক খুন
রংপুরে পরকীয়া প্রেমের জেরে সাদ্দাম হত্যাকাণ্ডের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন, নগরীর হাজীরহাট রণচণ্ডী এলাকার তমিজ উদ্দিনের স্ত্রী শাহের বানু ওরফে শাহনাজ (৩০) ও একই এলাকার নজরুল ইসলামের ছেলে মঞ্জুরুল ইসলাম (৩৬)। শুক্রবার (২৮ জুন) তাঁদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।