বিরামপুরে তীব্র গরমে গলছে সড়কের পিচ, ধীরে চলছে যানবাহন
প্রচণ্ড গরমে বিরামপুরে পাকা রাস্তার পিচ গলে যাচ্ছে। সেই সঙ্গে চাকায় পিচ আটকে যাওয়ার কারণে যানবাহন চলছে ধীরগতিতে। সড়ক বিভাগ বলছে, প্রখর রোদ অব্যাহত থাকলে সড়কে মোটা বালু ছিটিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক রাখা হবে...