Ajker Patrika

হাতকড়াসহ আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টায় গ্রেপ্তার ৪ 

গাইবান্ধা প্রতিনিধি
হাতকড়াসহ আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টায় গ্রেপ্তার ৪ 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ আসামি শামীম মিয়াকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ সোমবার দুপুরে গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে গতকাল রোববার রাতে উপজেলার দরবস্ত ইউনিয়নের কালীতলা এলাকায় এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় গ্রেপ্তাররা হলেন—নজরুল ইসলাম, শরিফুল ইসলাম, মোস্তফা আহমেদ বিপু ও মুহিত মিয়া। তাঁরা উপজেলার দরবস্ত ইউনিয়নের বাসিন্দা। 

গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক বুলবুল ইসলাম জানান, দরবস্ত ইউনিয়নের দুর্গাপুর গ্রামের রফিকুল ইসলামেরর ছেলে শামীম। তিনি একটি সেশন ট্রাইব্যুনাল ভুক্ত আসামি। গতকাল রাতে ওই ইউনিয়নের কালীতলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়া পড়া অবস্থায় শামিমকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশের দুই সহকারী উপপরিদর্শক (এএসআই) মাহবুব ও রুবেল আহত হন। পরে অতিরিক্ত ফোর্স পাঠিয়ে ঘটনাস্থল থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় অন্যরা পালিয়ে যায়। 

এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশের ওপর হামলাকারী পলাতকদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত