Ajker Patrika

গোবিন্দগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি
গোবিন্দগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে আব্দুর রহমান ওরফে কনক মোহন্ত (২৯) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে পৌরশহরের মধ্যপাড়া এলাকায় এই লাশ উদ্ধারের ঘটনা ঘটে।

আব্দুর রহমান গোবিন্দগঞ্জ পৌরশহরের মধ্যপাড়া গ্রামের কালিদাস মোহন্ত সাজুর ছেলে। তিনি নওমুসলিম ছিলেন। আজ বিকেলে ময়নাতদন্ত শেষে পরিবারে সদস্যদের কাছে তাঁর লাশ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) বুলবুল ইসলাম। 

স্থানীয় লোকজনের বরাত দিয়ে ওসি জানান, আব্দুর রহমান কয়েক বছর আগে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তিনি স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে মধ্যপাড়ায় এলাকায় একটি বাড়িতে বসবাস করছিলেন। গতকাল শুক্রবার রাতে শোয়ার ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। পরে খবর পেয়ে আজ সকালে ঘটনাস্থলে এসে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। 

ওসি বুলবুল বলেন, আব্দুর রহমান নওমুসলিম। তিনি মধ্যপাড়ার বাসায় পরিবারের সঙ্গে বসবাস করতেন। তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত