Ajker Patrika

ব্যাংকের ১৪ লাখ টাকা লুট করে নাটক সাজান নৈশপ্রহরী: পুলিশ সুপার

গাইবান্ধা প্রতিনিধি
আপডেট : ২৯ মে ২০২৩, ১৮: ৪৬
ব্যাংকের ১৪ লাখ টাকা লুট করে নাটক সাজান নৈশপ্রহরী: পুলিশ সুপার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহরে কৃষি উন্নয়ন ব্যাংকের ভল্ট থেকে ১৪ লাখ টাকা লুট করে ডাকাতির নাটক সাজিয়েছেন নৈশপ্রহরী জুয়েল (৩৭) ও তাঁর সহযোগীরা। স্বীকারোক্তি অনুযায়ী তাঁর বাড়ি ও ব্যাংকের নিজ শোয়ার ঘর থেকে সাড়ে ১২ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। 

আজ সোমবার দুপুরে গোবিন্দগঞ্জ থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে গাইবান্ধা পুলিশ সুপার কামাল হোসেন এ বিষয় নিশ্চিত করেন। 

পুলিশ সুপার জানান, ব্যাংক শাখা কর্তৃপক্ষ প্রায়ই নৈশপ্রহরী জুয়েলের মাধ্যমে ভল্ট খোলা-বন্ধের কাজ করাতেন। গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ব্যাংক থেকে ব্যবস্থাপকসহ স্টাফরা সবাই বাড়ি চলে যান। দুই দিন বন্ধের পর গতকাল রোববার সকালে শাখা ব্যবস্থাপক জেসমিন আক্তারসহ অন্য স্টাফ ব্যাংকে গিয়ে নৈশপ্রহরীকে হাত-পা বাঁধা অবস্থায় দেখতে পান এবং ভল্ট থেকে টাকা লুটের বিষয়টি জানতে পারেন। এ সময় জুয়েলের শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। ব্যাংক কর্তৃপক্ষের সহায়তায় পুলিশ তদন্ত শুরু করে। নিরাপত্তাকর্মী জুয়েলকে জিজ্ঞাসাবাদ করলে তিনি একেক সময় একেক কথা বলেন। এতে পুলিশের সন্দেহ হলে তাঁকে আটক করা হয়। 

একপর্যায়ে পুলিশের কাছে জুয়েল স্বীকার করেন, সহযোগীদের নিয়ে ব্যাংকের ভল্টের তালা খুলে টাকা চুরি করেছেন। পরে সহযোগীদের সহায়তায় নিজের হাত-পা বেঁধে ডাকাতির নাটক সাজান। পরে তাঁর স্বীকারোক্তির অনুযায়ী চুরি করা ১৪ লাখ ১৮ হাজার ৬০০ টাকার মধ্যে জুয়েলের বাড়ি ও ব্যাংকে তাঁর শোয়ার ঘর থেকে ১২ লাখ ৬৫ হাজার ৩০০ টাকা উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার জুয়েল উপজেলার শ্রীপতিপুর গ্রামের মৃত সামছুল হকের ছেলে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইবনে মিজান, অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব জ্যোতির্ময় গোপ, থানার ওসি ইজার উদ্দিন, পুলিশ পরিদর্শক বুলবুল প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত