Ajker Patrika

গোবিন্দগঞ্জে চর থেকে ‘জ্বীনের বাদশা’ গ্রেপ্তার

সুন্দরগঞ্জ ও গাইবান্ধা প্রতিনিধি
গোবিন্দগঞ্জে চর থেকে ‘জ্বীনের বাদশা’ গ্রেপ্তার

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার এক নারীর সঙ্গে প্রতারণার অভিযোগে মো. সাদ্দাম আলী (২৯) নামে এক ‘জ্বীনের বাদশাকে’ গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোর রাতে গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের গোবিন্দপুর নলডাঙ্গা গ্রামের চর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

এ সময় তাঁর কাছ থেকে স্বর্ণালংকার, পুতুল, নগদ টাকা, মোবাইল ফোন ও সিম জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃত সাদ্দাম আলী গোবিন্দগঞ্জ উপজেলার বগুলাগাড়ী গ্রামের মুক্তার হোসেনের ছেলে। 

বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান। তিনি আজকের পত্রিকাকে জানান, উপজেলার ছাপরহাটি ইউনিয়নের দক্ষিণ মরুয়াদহ গ্রামের মো. বানিজ মিয়ার স্ত্রী মোছা. আকলিমা বেগমের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন কথিত ওই জ্বীনের বাদশা। গত এপ্রিল মাসের ৮ তারিখ থেকে বিভিন্ন দিনে বিভিন্ন সময়ে মোবাইল ফোনে আলাপ হয় তাদের দুজনের মধ্যে। শুরুতে জ্বীনের বাদশা নিজেকে মহাস্থান গড়ের শাহ্ সুলতানের মাজার থেকে কথা বলছেন বলে দাবি করে বলেন, ‘মা তুমি অনেক পুণ্যের কাজ করেছ এবং সে কারণে তুমি অনেক ভাগ্যবতী। মা তুমি সতী নারী হিসেবে মা ফাতেমা (রাঃ) এর সহিত বেহেশতে যাবে। তোমাকে আল্লাহ পছন্দ করে ৭টি গুপ্তধনের হাড়ি দিয়েছে। এই জন্য তোমাকে কিছু শর্ত মানতে হবে। প্রথমেই একটি জায়নামাজ অথবা পবিত্র কোরআন শরীফ কেনা বাবদ ৬৬০ টাকা দিতে হবে।’ এ ভাবে বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিকাশে সর্বমোট ১ লাখ ৮০ হাজার টাকা হাতিয়ে নেন প্রতারক চক্র। 

ওসি আরও জানান, সর্বশেষ গত ১৫ এপ্রিল ২ ভরি ওজনের স্বর্ণের চেইন ও জোড়া হাতের বালা নেন প্রতারক চক্র আকলিমার কাছ থেকে। বিনিময়ে সিমেন্ট ও পিতলের তৈরি সোনালী রঙের একটি পুতুল দেন আকলিমা বেগমকে। তখনো প্রতারক চক্রের প্রতি বিশ্বাস ছিল আকলিমা বেগমের। পরে তিনি দেখেন পুতুলটি স্বর্ণের নয় বরং সিমেন্ট ও পিতলের। তখন আকলিমা বেগম পুলিশের শরণাপন্ন হন। পুলিশ টাকা নেওয়া বিকাশ নম্বরগুলো পর্যালোচনা করে চক্রের সক্রিয় সদস্য সাদ্দামকে গ্রেপ্তার করে। 

পুলিশ পরিদর্শক কেএম আজমিরুজ্জামান বলেন, ‘স্বর্ণালংকারের মধ্যে হাতের বালা ২ টি, নগদ ১২ হাজার টাকা, ব্যবহৃত ৫টি মোবাইল ফোন এবং ১৯টি সিম কার্ড জব্দ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত