Ajker Patrika

গোবিন্দগঞ্জে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ

গাইবান্ধা প্রতিনিধি
আপডেট : ২৪ জুন ২০২৩, ১৫: ৪৪
গোবিন্দগঞ্জে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমিজমাকে কেন্দ্র করে দ্বন্দ্বে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের চাচা ও চাচাতো ভাইয়েরা মিলে এ ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়রা। 

আজ শনিবার সকালে উপজেলার হরিরামপুর ইউনিয়নের হরিরামপুর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। দুপুর আড়াইটা পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ রয়েছে এবং মরদেহ উদ্ধারকাজ চালাচ্ছে। 

নিহতের নাম শাহাদত হোসেন (২৩)। তিনি ওই গ্রামের আব্দুল জলিলের ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা বলছে, শাহাদত হোসেনের বাবা আব্দুল জলিলকে জমি লিখে দেন তাঁর দাদি। কিন্তু তাঁর চাচাকে জমি লিখে না দেওয়ায় শনিবার সকালে চাচা ও চাচাতো ভাইদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়। এরই একপর্যায়ে চাচা ও চাচাতো ভাই জাহিদুল ইসলাম, পলাশ ও জাহাঙ্গীর আলমসহ কয়েকজন শাহাদত হোসেনকে পিটিয়ে হত্যা করে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। 

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘শাহাদত হোসেনের চাচা তাঁর দাদিকে ভরণপোষণ না দেওয়ায় তাঁর বাবার নামে জমি লিখে দেয়। এতে চাচাসহ চাচাতো ভাইয়েরা ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে দুই পক্ষে বাগ্‌বিতণ্ডা হয়। এ সময় শাহাদতকে পিটিয়ে হত্যা করে তারা।’ 

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত