কামারখন্দে বেড়েছে চুরির ঘটনা, আতঙ্কে স্থানীয়রা
সিরাজগঞ্জের কামারখন্দে বেড়েছে চুরির ঘটনা। উপজেলার বিভিন্ন এলাকা থেকে গরুসহ মূল্যবান সামগ্রী প্রায়দিন চুরি হয়ে যাচ্ছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয়রা। থানায় অভিযোগ দিয়েও প্রতিকার পাচ্ছেন না বলে দাবি ভুক্তভোগীদের। পুলিশ বলছে, চুরি ঠেকাতে বিট পুলিশিং, চেকপোস্ট বসানো ও নিয়মিত তদারকি জোরদার করা হয়েছে।