মোবাইল ফোনে আসক্ত প্রজন্মকে ঐতিহ্যবাহী গ্রামীণ খেলার স্বাদ
গ্রামীণ খেলাগুলোর মধ্যে ছিল হাঁড়িভাঙা, সতীনের ছেলে (বালিশ নিক্ষেপ), সাঁতার কেটে হাঁস ধরা, তৈলাক্ত কলাগাছে চড়া, নৃত্য, মহিলাদের চেয়ার দখল, বৃদ্ধদের পেনাল্টি কিকসহ নানা আয়োজন। ১০টি ইভেন্টের এ খেলায় বিভিন্ন বয়সী ১২০ জন নারী-পুরুষ অংশগ্রহণ করেন।