Ajker Patrika

নিহত আসিফের দাফন সম্পন্ন, চালকের নামে মামলা

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ১৪: ২৩
নিহত আসিফের দাফন সম্পন্ন, চালকের নামে মামলা

সিরাজগঞ্জের কামারখন্দে মো. আসিফ (১৩) নামের এক কিশোর বালুবাহী ট্রাকের নিচে পড়ে মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। গতকাল রোববার রাতে আসিফের মা সোনিয়া খাতুন বাদী হয়ে অজ্ঞাতপরিচয় চালককে আসামি করে মামলা করেছেন। নিহত আসিফ উপজেলার কয়েলগাতী গ্রামের ভ্যানচালক শাহীন আকন্দের ছেলে।

এলাকাবাসী জানায়, কয়েলগাতী গ্রামের বিভিন্ন বাড়িতে নির্মাণকাজের জন্য পাশের উল্লাপাড়া উপজেলার কালীগঞ্জ থেকে ট্রাকে করে বালু আনা হচ্ছিল। গতকাল রোববার বিকেলে বালু ফেলে খালি ট্রাক যাওয়ার পথে আসিফসহ আরও তিন কিশোর ওই ট্রাকে উঠে পড়ে। পরে বালুভর্তি করে যাওয়ার পথে বালুর ওপর উঠে বাড়ি ফিরছিল আসিফসহ তিন কিশোর।

সন্ধ্যায় কয়েলগাতী পশ্চিমপাড়ায় ট্রাকটি পৌঁছালে বালুভর্তি ট্রাকটি সড়কের নিচে খাদে উল্টে যায়। তাতে বালুর নিচে চাপা পড়ে আসিফ ঘটনাস্থলেই মারা যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে তার লাশ উদ্ধার করে। আজ সোমবার বেলা ১১টার দিকে উপজেলার পঞ্চগ্রাম কবরস্থানে আসিফের দাফন সম্পন্ন হয়।

এ বিষয়ে জানতে চাইলে কামারখন্দ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মতিন আজকের পত্রিকাকে বলেন, সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী অজ্ঞাতপরিচয় চালকের বিরুদ্ধে কিশোরের মা সোনিয়া খাতুন মামলা করেছেন। ময়নাতদন্ত শেষে রাতেই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত