Ajker Patrika

কামারখন্দে কুড়িয়ে পাওয়া টাকা মাইকিং করে ফেরত দিলেন ভাইস চেয়ারম্যান 

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ১৭: ৪৭
কামারখন্দে কুড়িয়ে পাওয়া টাকা মাইকিং করে ফেরত দিলেন ভাইস চেয়ারম্যান 

সিরাজগঞ্জের কামারখন্দে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা ছয় হাজার টাকা কুড়িয়ে পাওয়ার পর মাইকিং করে প্রকৃত মালিককে ফেরত দিয়েছেন। ভাইস চেয়ারম্যানের এমন সততায় মুগ্ধ এলাকাবাসী তাঁর প্রশংসা করছেন। 

আজ শনিবার দুপুরে উপজেলার জামতৈল রেলস্টেশনে ছয় হাজার টাকা কুড়িয়ে পান। পরে জামতৈল রেলওয়ে মসজিদের ইমাম হাফেজ আমিনুল ইসলামকে দিয়ে মাইকিং করিয়ে টাকা ফেরত দেন। 

প্রত্যেক্ষদর্শীরা বলেন, ‘ভাইস চেয়ারম্যান সেলিম রেজা টাকাগুলো জামতৈল স্টেশনে পেয়ে নিজ হেফাজতে রেখে আমাদের সামনেই মসজিদের ইমামকে খবর দিয়ে রেলস্টেশন মসজিদে মাইকিং করান। পরে একটি কোম্পানির ডিলার রফিকুল ইসলাম (৩৫) নিজের টাকা বলে দাবি করেন। তিনি একটি কোম্পানির ডিলার ও সিরাজগঞ্জের বেলকুচির বাসিন্দা।’ 

কামারখন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘টাকার মালিককে টাকাগুলো ফেরত দিতে পেরে ভালো লেগেছে।’ 

টাকা ফেরত পাওয়া ডিলার রফিকুল ইসলাম বলেন, ‘টাকাগুলো হারিয়ে যাওয়ার পর অনেক খোঁজাখুঁজি করি। হঠাৎ মসজিদের মাইকিং শুনে গিয়ে টাকাগুলো নিয়ে আসি। চেয়ারম্যান স্যার অনেক ভালো মানুষ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত