Ajker Patrika

অপহরণ ও ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি
অপহরণ ও ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জে এক নারীকে অপহরণ ও ধর্ষণের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সুলতান মাহমুদকে (৩২) গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ বৃহস্পতিবার দুপুরে জেলার কামারখন্দ উপজেলার নলকা ব্রিজ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেন সিরাজগঞ্জ র‍্যাব ২ ও ১২ এর সদস্যরা। 

আজ বিকেলে সিরাজগঞ্জ র‍্যাব-১২ এর সদর দপ্তর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ নিশ্চিত করা হয়েছে। 

গ্রেপ্তার সুলতান মাহমুদের বাড়ি সিরাজগঞ্জ সদর থানার বহুতী জোয়াল ভাঁঙ্গা গ্রামে। 

বিজ্ঞপ্তিতে র‍্যাব উল্লেখ করেছে, ঢাকায় মিরপুরের সুলতান মাহমুদের অফিসে চাকরি করতেন এক নারী। সুলতান মাহমুদ ওই নারীকে তাঁর অফিসের সামনের রাস্তা থেকে একটি মাইক্রোবাসযোগে অপহরণ করে নিয়ে যায়। 

এ ঘটনায় ২০২১ সালের ৩ জুলাই ওই নারীর বাবা ঢাকার মিরপুর মডেল থানায় অপহরণ ও ধর্ষণের অভিযোগ এনে সুলতান মাহমুদের বিরুদ্ধে মামলা করেন। এই মামলায় আদালত সুলতান মাহমুদকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। একই সঙ্গে ৫ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। 

মামলা দায়েরের পর থেকে আসামি সুলতান মাহমুদ পলাতক ছিলেন। আজ তাঁকে গ্রেপ্তার করেন র‍্যাব সদস্যরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত