Ajker Patrika

রেলপথে নাশকতা ঠেকাতে আনসারদের পাহারা

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
রেলপথে নাশকতা ঠেকাতে আনসারদের পাহারা

সিরাজগঞ্জের কামারখন্দে রেলপথে নাশকতা ঠেকাতে আনসার ও ভিডিপি সদস্যরা পাহারা দিচ্ছেন। দিনরাতে পর্যায়ক্রমে ৮ ঘণ্টা করে ৩৩ সদস্য এ কাজ করছেন। তবে নাশকতা ঠেকাতে তাঁদের লাঠি ও টর্চলাইট ছাড়া কোনো অস্ত্র নেই। 

উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় সূত্র জানা গেছে, ঝাঐল পূর্বপাড়া থেকে আলোকদিয়ার রেলওয়ে সেতু এবং তাজুরপাড়া রেলওয়ে সেতু থেকে রায়দৌলতপুর-শাহীকোলা রেলওয়ে সেতু পর্যন্ত একজন এপিসিসহ ৯ জন করে আনসার সদস্য পাহারা দিচ্ছেন। এ ছাড়া জামতৈল রেলস্টেশনের প্ল্যাটফর্ম পাহারায় আছেন বাহিনীর পিসিসহ ১৫ সদস্য। 

আনসার ও ভিডিপির পিসি মামুন মণ্ডল বলেন, ‘নাশকতা ঠেকাতে আমাদের লাঠি আর টর্চলাইট দেওয়া হয়েছে। এর পাশাপাশি নিরাপত্তার জন্য হেলমেট ও শটগান দিলে ভালো হতো।’ 

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা হোসনে আরা পারভীন জানান, তাঁদের সঙ্গে রেলস্টেশনে অস্ত্রসহ পুলিশ বাহিনীর সদস্যরাও আছেন। 

কামারখন্দ উপজেলার আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা. হোসনে আরা পারভীন বলেন, আনসার ভিডিপির সঙ্গে স্টেশনে অস্ত্রসহ পুলিশ বাহিনীর সদস্যরাও আছেন। 

জামতৈলের স্টেশনমাস্টার আবু হান্নান বলেন, রেললাইনে নাশকতা ঠেকাতে সরকার এ ব্যবস্থা নিয়েছে। প্রতিদিন আনসার সদস্যদের পাশাপাশি রেলওয়ে পুলিশ ও থানা-পুলিশ স্টেশনে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া আনসার সদস্যরা প্রতিদিনই বিভিন্ন স্থানে কাজ করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোমাদের যে কিছু করিনি, তা-ই ভাগ্য—ডাকাতির সময় দুই কিশোরীকে সাবেক সেনা কর্মকর্তা

গাজীপুরে সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

সাধুর বেশে এসে সাবেক স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

স্টার্টআপ থেকে স্মার্ট সিটি: যেভাবে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ টানছে বাংলাদেশ

গাজীপুরে ইট দিয়ে সাংবাদিকের পা থেঁতলে দিয়েছে দুর্বৃত্তরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত