নির্যাতনে কান্নার শব্দ থামাতে মুখে গামছা পুরে দিতেন গৃহকর্ত্রী
কোনো কাজ করতে একটু দেরি হলেই মিঠুর স্ত্রী শাপলা মারধর শুরু করত। এতে কান্না শুরু করলে শব্দ বাইরে আসা থামাতে জান্নাতুলের মুখের মধ্যে গামছা পুরে দিত। নির্যাতনের কথা কাউকে বললে হত্যা করবে বলেও হুমকি দেয়। শিখিয়ে দেয়, ক্ষত দেখে কেউ জিজ্ঞেস করলে যেন বলে, সড়ক দুর্ঘটনায় এমন হয়েছে।