অভিমানে স্ত্রীর আত্মহত্যা, চলে গেলেন স্বামীও
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বছরখানেক আগে উপজেলার মানপুর গ্রামের মানিক হোসেনের মেয়ে মারিয়া খাতুনের (১৮) সঙ্গে কল্যাণপুর গ্রামের রমজান আলী ব্যাপারীর ছেলে রাকিব ব্যাপারীর (২৫) বিয়ে হয়। মোবাইল ফোন ও ফেসবুক চালানোকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার রাতে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়।