সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
জান্নাতুল খাতুন (৯) নামের এক শিশু গৃহকর্মীকে গরম খুন্তি দিয়ে ছ্যাকা দেওয়াসহ নানা নির্যাতনের অভিযোগ উঠেছে এক গৃহকর্ত্রীর বিরুদ্ধে। এতে কান্না শুরু করলে শব্দ বাইরে আসা থামাতে জান্নাতুলের মুখের মধ্যে গামছা পুরে দিতেন। নির্যাতনের কথা কাউকে বললে হত্যা করবেন বলেও হুমকি দেন।
এ ঘটনায় জান্নাতুলের মা বাদী হয়ে রাজধানীর খিলক্ষেত থানায় মামলা দায়ের করেছেন। মামলার ভিত্তিতে অভিযুক্ত গৃহকর্তা মিঠুকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী জান্নাতুলের বাড়ি পাবনার সাঁথিয়া উপজেলার বিষ্ণুপুর গ্রামে।
ভুক্তভোগীর পরিবার জানায়, জান্নাতুলের বাবা জান বকর দ্বিতীয় বিয়ে করে অন্যত্র চলে যান। এতে জান্নাতুলের মা নুরজাহান খাতুন (৪৫) দুই মেয়ে ও এক ছেলে নিয়ে দিশেহারা হয়ে পড়েন। বড় মেয়েকে বিয়ে দিয়ে দুই সন্তান নিয়ে ঢাকায় চলে আসেন। তিন বছর আগে ঢাকা থেকে গ্রামে এসে অন্যের বাড়িতে ঝিয়ের কাজ শুরু করেন নুরজাহান।
এতে সংসারের অভাব দূর না হওয়ায় বাধ্য হয়ে মেয়ে জান্নাতুল খাতুনকে সাঁথিয়া উপজেলার রায়েকমারী গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মিঠুর ঢাকার বাসায় কাজের জন্য পাঠান। সেখানে গৃহকর্তা মিঠুর স্ত্রীর নির্যাতনে অতিষ্ঠ হয়ে যায় জান্নাতুল। গৃহকর্ত্রী শাপলা খাতুন প্রায়ই জান্নাতুলকে মারধর ও গরম খুন্তির ছ্যাঁকা দিতেন।
৯ মাস পর গত শুক্রবার শিশুটিকে ঢাকা থেকে পাবনায় পাঠিয়ে দেন গৃহকর্মী। মিঠুর মা মায়া খাতুন জান্নাতুলকে বাড়িতে পৌঁছে দেন। তবে জান্নাতুলের শরীরে তাঁর মা নির্যাতনের চিহ্ন দেখতে পান। সংবাদ পেয়ে জান্নাতুলের বাড়িতে গিয়ে দেখা যায়, তার দুই হাত, পিঠ, মুখে নির্যাতনের চিহ্ন স্পষ্ট। খুন্তির ছ্যাঁকার দাগ এখনো শরীরের সঙ্গে মেশেনি।
ভুক্তভোগী জান্নাতুল জানায়, 'কোনো কাজ করতে একটু দেরি হলেই মিঠুর স্ত্রী শাপলা মারতে শুরু করতেন। কান্নার শব্দ যাতে বাইরে না আসে, সে জন্য মুখের মধ্যে গামছা পুরে দিতেন। আমি বাড়ি আসতে চাইলে তাঁরা নিষেধ করতেন। আমার মায়ের সঙ্গে ফোনে যোগাযোগ করতে দিতেন না। বাড়িতে এসে নির্যাতনের কথা কাউকে বলতে নিষেধ করেন। বললে আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছেন। আমাকে শিখিয়ে দিয়েছে বাড়িতে এসে আমি যেন বলি সড়ক দুর্ঘটনায় এমন হয়েছে।'
জান্নাতুলের মা নুরজাহান বলেন, `মিঠুর মা সাঁথিয়ার ক্ষেতুপাড়া আব্দুস সাত্তার উচ্চবিদ্যালয়ের শিক্ষক মায়া ম্যাডাম ভরণপোষণ ও বিয়ের চুক্তিতে বাসার কাজের জন্য আমার মেয়েকে ঢাকার উত্তরার খিলক্ষেতে তাঁর ছেলের বাসায় পাঠান। মিঠুর মা মাসে মাসে ঢাকায় গেলেও অত্যাচারের কথা গোপন রেখেছিলেন। আমি আমার মেয়ের পেটের ভাতের জন্য কাজে পাঠিয়েছিলাম, অত্যাচারের জন্য নয়।' মেয়ের প্রতি অমানবিক নির্যাতনের বিচারও দাবি করেন তিনি।
এ ব্যাপারে মন্তব্যের জন্য মিঠুকে বারবার ফোন করলেও তিনি ফোন ধরেননি। মিঠুর মা ক্ষেতুপাড়া আব্দুস সাত্তার উচ্চবিদ্যালয়ের শিক্ষক মায়া খাতুন বলেন, `জান্নাতুলকে আমি কাজের জন্য ঢাকায় পাঠাই। সেখানে সে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে।' এটুকু বলেই তিনি ফোন কেটে দেন।
এ ব্যাপারে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, `ঘটনাস্থল ঢাকা হওয়ায় মামলা সেখানেই করতে হবে। আমি জান্নাতুলের পরিবারকে ঢাকায় সংশ্লিষ্ট থানায় মামলা করার পরামর্শ দিয়েছি।'
এ ঘটনায় জান্নাতুলের মা নুরজাহান খাতুন ঢাকার খিলক্ষেত থানায় মামলা করেছেন। ৩০ অক্টোবর করা ওই মামলার নম্বর ২৯। মামলা করার দিনই গৃহকর্তা মিঠুকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন খিলক্ষেত থানার ডিউটি অফিসার এসআই আবু হানিফ।
জান্নাতুল খাতুন (৯) নামের এক শিশু গৃহকর্মীকে গরম খুন্তি দিয়ে ছ্যাকা দেওয়াসহ নানা নির্যাতনের অভিযোগ উঠেছে এক গৃহকর্ত্রীর বিরুদ্ধে। এতে কান্না শুরু করলে শব্দ বাইরে আসা থামাতে জান্নাতুলের মুখের মধ্যে গামছা পুরে দিতেন। নির্যাতনের কথা কাউকে বললে হত্যা করবেন বলেও হুমকি দেন।
এ ঘটনায় জান্নাতুলের মা বাদী হয়ে রাজধানীর খিলক্ষেত থানায় মামলা দায়ের করেছেন। মামলার ভিত্তিতে অভিযুক্ত গৃহকর্তা মিঠুকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী জান্নাতুলের বাড়ি পাবনার সাঁথিয়া উপজেলার বিষ্ণুপুর গ্রামে।
ভুক্তভোগীর পরিবার জানায়, জান্নাতুলের বাবা জান বকর দ্বিতীয় বিয়ে করে অন্যত্র চলে যান। এতে জান্নাতুলের মা নুরজাহান খাতুন (৪৫) দুই মেয়ে ও এক ছেলে নিয়ে দিশেহারা হয়ে পড়েন। বড় মেয়েকে বিয়ে দিয়ে দুই সন্তান নিয়ে ঢাকায় চলে আসেন। তিন বছর আগে ঢাকা থেকে গ্রামে এসে অন্যের বাড়িতে ঝিয়ের কাজ শুরু করেন নুরজাহান।
এতে সংসারের অভাব দূর না হওয়ায় বাধ্য হয়ে মেয়ে জান্নাতুল খাতুনকে সাঁথিয়া উপজেলার রায়েকমারী গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মিঠুর ঢাকার বাসায় কাজের জন্য পাঠান। সেখানে গৃহকর্তা মিঠুর স্ত্রীর নির্যাতনে অতিষ্ঠ হয়ে যায় জান্নাতুল। গৃহকর্ত্রী শাপলা খাতুন প্রায়ই জান্নাতুলকে মারধর ও গরম খুন্তির ছ্যাঁকা দিতেন।
৯ মাস পর গত শুক্রবার শিশুটিকে ঢাকা থেকে পাবনায় পাঠিয়ে দেন গৃহকর্মী। মিঠুর মা মায়া খাতুন জান্নাতুলকে বাড়িতে পৌঁছে দেন। তবে জান্নাতুলের শরীরে তাঁর মা নির্যাতনের চিহ্ন দেখতে পান। সংবাদ পেয়ে জান্নাতুলের বাড়িতে গিয়ে দেখা যায়, তার দুই হাত, পিঠ, মুখে নির্যাতনের চিহ্ন স্পষ্ট। খুন্তির ছ্যাঁকার দাগ এখনো শরীরের সঙ্গে মেশেনি।
ভুক্তভোগী জান্নাতুল জানায়, 'কোনো কাজ করতে একটু দেরি হলেই মিঠুর স্ত্রী শাপলা মারতে শুরু করতেন। কান্নার শব্দ যাতে বাইরে না আসে, সে জন্য মুখের মধ্যে গামছা পুরে দিতেন। আমি বাড়ি আসতে চাইলে তাঁরা নিষেধ করতেন। আমার মায়ের সঙ্গে ফোনে যোগাযোগ করতে দিতেন না। বাড়িতে এসে নির্যাতনের কথা কাউকে বলতে নিষেধ করেন। বললে আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছেন। আমাকে শিখিয়ে দিয়েছে বাড়িতে এসে আমি যেন বলি সড়ক দুর্ঘটনায় এমন হয়েছে।'
জান্নাতুলের মা নুরজাহান বলেন, `মিঠুর মা সাঁথিয়ার ক্ষেতুপাড়া আব্দুস সাত্তার উচ্চবিদ্যালয়ের শিক্ষক মায়া ম্যাডাম ভরণপোষণ ও বিয়ের চুক্তিতে বাসার কাজের জন্য আমার মেয়েকে ঢাকার উত্তরার খিলক্ষেতে তাঁর ছেলের বাসায় পাঠান। মিঠুর মা মাসে মাসে ঢাকায় গেলেও অত্যাচারের কথা গোপন রেখেছিলেন। আমি আমার মেয়ের পেটের ভাতের জন্য কাজে পাঠিয়েছিলাম, অত্যাচারের জন্য নয়।' মেয়ের প্রতি অমানবিক নির্যাতনের বিচারও দাবি করেন তিনি।
এ ব্যাপারে মন্তব্যের জন্য মিঠুকে বারবার ফোন করলেও তিনি ফোন ধরেননি। মিঠুর মা ক্ষেতুপাড়া আব্দুস সাত্তার উচ্চবিদ্যালয়ের শিক্ষক মায়া খাতুন বলেন, `জান্নাতুলকে আমি কাজের জন্য ঢাকায় পাঠাই। সেখানে সে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে।' এটুকু বলেই তিনি ফোন কেটে দেন।
এ ব্যাপারে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, `ঘটনাস্থল ঢাকা হওয়ায় মামলা সেখানেই করতে হবে। আমি জান্নাতুলের পরিবারকে ঢাকায় সংশ্লিষ্ট থানায় মামলা করার পরামর্শ দিয়েছি।'
এ ঘটনায় জান্নাতুলের মা নুরজাহান খাতুন ঢাকার খিলক্ষেত থানায় মামলা করেছেন। ৩০ অক্টোবর করা ওই মামলার নম্বর ২৯। মামলা করার দিনই গৃহকর্তা মিঠুকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন খিলক্ষেত থানার ডিউটি অফিসার এসআই আবু হানিফ।
আদালত পরিদর্শক বলেন, শাহজালাল তাঁর জবানবন্দিতে তুহিন হত্যাকাণ্ডে নিজে জড়িত ছিলেন এবং অন্য কে কে জড়িত, সেসব বিষয় উল্লেখ করে বক্তব্য দিয়েছেন। তবে অন্য আসামিরা স্বীকারোক্তি দিতে রাজি হননি। তা ছাড়া পুলিশও তাঁদের আর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করেনি। এ কারণে আদালত সব আসামিকে কারাগারে পাঠানোর...
৪ মিনিট আগেবরগুনার পাথরঘাটায় স্কুলে কোচিং শেষে নিজের ক্লাসে যায় ছাত্রীরা। এ সময় একজন পানির বোতল থেকে পানি পান করে। পানিতে দুর্গন্ধ পেয়ে সে বিষয়টি সহপাঠীদের জানায়। এরপর আরও চার ছাত্রী ওই পানি খেয়ে অসুস্থবোধ করতে থাকে।
৪ মিনিট আগেবান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারের তমব্রু রাইট ক্যাম্প এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘুমধুমের তমব্রু সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক পাহারায় রয়েছে।
১০ মিনিট আগেরংপুরের বদরগঞ্জে স্কুলছাত্রীদের অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগ উঠেছে রবিউল ইসলাম নামের এক দপ্তরির বিরুদ্ধে। এ ঘটনায় অভিভাবকেরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। ওই দপ্তরির শাস্তি না হওয়া পর্যন্ত সন্তানদের স্কুলে পাঠাবেন না বলে অভিভাবকেরা হুমকি দিয়েছেন। এদিকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক অভিভাবক গত বৃহস্পতিবার ইউএন
১৩ মিনিট আগে