প্রতিনিধি, সাঁথিয়া (পাবনা)
পাবনার সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের ৮৫ নম্বর বিষ্ণুবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি বেশ পুরোনো। ১৯৫৪ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়ের পাকা ও সেমিপাকা ভবনে চলে পাঠদান কার্যক্রম। বিদ্যালয়টির উত্তর পাশে রয়েছে সরকারি পুকুর। সেই পুকুরের কারণে বিদ্যালয়টি এখন হুমকির মুখে পড়েছে। শুধু বিদ্যালয়ই নয়, সরকারি সড়কটিও পড়েছে ঝুঁকিতে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের খেলার যে মাঠটি রয়েছে, সেটি পুকুরের পেটে চলে যাচ্ছে। খেলার মাঠ দিনকে দিন ছোট হয়ে যাচ্ছে। পুকুরটিতে মাছের চাষ করা হয়। এলাকাবাসী পুকুরে গবাদিপশু গোসল করায়। এতে ক্রমেই পুকুরের পাড় ভেঙে যাচ্ছে। মাঠের সীমানায় লাগানো বিশাল মেহগনি গাছ ভেঙে পুকুরে পড়েছে। এতে যেকোনো সময় বিদ্যালয়ের ভবনের সীমানা ও সরকারি সড়ক ধসে পুকুরের পানিতে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
খেলার মাঠ পুকুরের পেটে যাওয়ায় হতাশা প্রকাশ করে স্থানীয় লোকজন জানিয়েছেন, পুকুরটি ১ নম্বর খতিয়ানভুক্ত হওয়ায় গত দুই বছর ধরে উপজেলা ভূমি অফিস লিজ প্রদান করে আসছে। একসময় এ মাঠে ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন খেলার আয়োজন করা হতো। কিন্তু মাঠটি ভেঙে পুকুরে চলে যাওয়ায় খেলাধুলাসহ বিভিন্ন ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।
এ বিষয়ে এলাকার যুবসংঘের সদস্য আল আমিন মণ্ডল বলেন, 'আগে বিদ্যালয় মাঠে আমরা ফুটবল ও ক্রিকেট খেলার আয়োজন করতাম। শত শত দর্শক উপস্থিত থাকত। বর্তমানে মাঠ ভেঙে পুকুরে যাওয়ায় কোনো প্রকার খেলার আয়োজন করা সম্ভব হচ্ছে না।'
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেনা পারভিন বলেন, 'মাছ চাষের কারণে মাটি সরে গিয়ে বিদ্যালয় ভবন হুমকির মুখে পড়েছে। এ ছাড়া করোনার সময় বিদ্যালয় বন্ধ থাকায় স্থানীয়রা গবাদিপশু পুকুরে গোসল করিয়েছে। এতে ধীরে ধীরে পুকুরের পাড় ও বিদ্যালয় মাঠ ভেঙে গেছে।'
স্থানীয় বাসিন্দা সোহেল মোল্লা বলেন, 'সড়ক ভেঙে যেকোনো মুহূর্তে আমাদের বিদ্যালয়ের সীমানা ধসে পুকুরে যাবে। সড়ক, বিদ্যালয় ও খেলার মাঠ রক্ষার্থে পুকুরে মাছের চাষ বন্ধ করা উচিত।'
উপজেলা শিক্ষা কর্মকর্তা হেলাল উদ্দিন বলেন, 'আমরা পুকুর ও বিদ্যালয় পরিদর্শন করেছি। মাঠ ভরাটের জন্য স্থানীয় প্রশাসনের কাছে বরাদ্দ চেয়েছি। পুকুরে পড়া গাছটি সরকারি বিধি অনুযায়ী কাটার চেষ্টা চলছে।'
এ বিষয়ে সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার জামাল আহমেদ বলেন, 'সরকারি পুকুরে মাছ চাষে সড়ক ও বিদ্যালয়ের ক্ষতি হলে পুকুরটির লিজ বাতিল করা হবে।'
পাবনার সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের ৮৫ নম্বর বিষ্ণুবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি বেশ পুরোনো। ১৯৫৪ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়ের পাকা ও সেমিপাকা ভবনে চলে পাঠদান কার্যক্রম। বিদ্যালয়টির উত্তর পাশে রয়েছে সরকারি পুকুর। সেই পুকুরের কারণে বিদ্যালয়টি এখন হুমকির মুখে পড়েছে। শুধু বিদ্যালয়ই নয়, সরকারি সড়কটিও পড়েছে ঝুঁকিতে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের খেলার যে মাঠটি রয়েছে, সেটি পুকুরের পেটে চলে যাচ্ছে। খেলার মাঠ দিনকে দিন ছোট হয়ে যাচ্ছে। পুকুরটিতে মাছের চাষ করা হয়। এলাকাবাসী পুকুরে গবাদিপশু গোসল করায়। এতে ক্রমেই পুকুরের পাড় ভেঙে যাচ্ছে। মাঠের সীমানায় লাগানো বিশাল মেহগনি গাছ ভেঙে পুকুরে পড়েছে। এতে যেকোনো সময় বিদ্যালয়ের ভবনের সীমানা ও সরকারি সড়ক ধসে পুকুরের পানিতে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
খেলার মাঠ পুকুরের পেটে যাওয়ায় হতাশা প্রকাশ করে স্থানীয় লোকজন জানিয়েছেন, পুকুরটি ১ নম্বর খতিয়ানভুক্ত হওয়ায় গত দুই বছর ধরে উপজেলা ভূমি অফিস লিজ প্রদান করে আসছে। একসময় এ মাঠে ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন খেলার আয়োজন করা হতো। কিন্তু মাঠটি ভেঙে পুকুরে চলে যাওয়ায় খেলাধুলাসহ বিভিন্ন ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।
এ বিষয়ে এলাকার যুবসংঘের সদস্য আল আমিন মণ্ডল বলেন, 'আগে বিদ্যালয় মাঠে আমরা ফুটবল ও ক্রিকেট খেলার আয়োজন করতাম। শত শত দর্শক উপস্থিত থাকত। বর্তমানে মাঠ ভেঙে পুকুরে যাওয়ায় কোনো প্রকার খেলার আয়োজন করা সম্ভব হচ্ছে না।'
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেনা পারভিন বলেন, 'মাছ চাষের কারণে মাটি সরে গিয়ে বিদ্যালয় ভবন হুমকির মুখে পড়েছে। এ ছাড়া করোনার সময় বিদ্যালয় বন্ধ থাকায় স্থানীয়রা গবাদিপশু পুকুরে গোসল করিয়েছে। এতে ধীরে ধীরে পুকুরের পাড় ও বিদ্যালয় মাঠ ভেঙে গেছে।'
স্থানীয় বাসিন্দা সোহেল মোল্লা বলেন, 'সড়ক ভেঙে যেকোনো মুহূর্তে আমাদের বিদ্যালয়ের সীমানা ধসে পুকুরে যাবে। সড়ক, বিদ্যালয় ও খেলার মাঠ রক্ষার্থে পুকুরে মাছের চাষ বন্ধ করা উচিত।'
উপজেলা শিক্ষা কর্মকর্তা হেলাল উদ্দিন বলেন, 'আমরা পুকুর ও বিদ্যালয় পরিদর্শন করেছি। মাঠ ভরাটের জন্য স্থানীয় প্রশাসনের কাছে বরাদ্দ চেয়েছি। পুকুরে পড়া গাছটি সরকারি বিধি অনুযায়ী কাটার চেষ্টা চলছে।'
এ বিষয়ে সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার জামাল আহমেদ বলেন, 'সরকারি পুকুরে মাছ চাষে সড়ক ও বিদ্যালয়ের ক্ষতি হলে পুকুরটির লিজ বাতিল করা হবে।'
আদালত পরিদর্শক বলেন, শাহজালাল তাঁর জবানবন্দিতে তুহিন হত্যাকাণ্ডে নিজে জড়িত ছিলেন এবং অন্য কে কে জড়িত, সেসব বিষয় উল্লেখ করে বক্তব্য দিয়েছেন। তবে অন্য আসামিরা স্বীকারোক্তি দিতে রাজি হননি। তা ছাড়া পুলিশও তাঁদের আর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করেনি। এ কারণে আদালত সব আসামিকে কারাগারে পাঠানোর...
৪ মিনিট আগেবরগুনার পাথরঘাটায় স্কুলে কোচিং শেষে নিজের ক্লাসে যায় ছাত্রীরা। এ সময় একজন পানির বোতল থেকে পানি পান করে। পানিতে দুর্গন্ধ পেয়ে সে বিষয়টি সহপাঠীদের জানায়। এরপর আরও চার ছাত্রী ওই পানি খেয়ে অসুস্থবোধ করতে থাকে।
৫ মিনিট আগেবান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারের তমব্রু রাইট ক্যাম্প এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘুমধুমের তমব্রু সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক পাহারায় রয়েছে।
১১ মিনিট আগেরংপুরের বদরগঞ্জে স্কুলছাত্রীদের অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগ উঠেছে রবিউল ইসলাম নামের এক দপ্তরির বিরুদ্ধে। এ ঘটনায় অভিভাবকেরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। ওই দপ্তরির শাস্তি না হওয়া পর্যন্ত সন্তানদের স্কুলে পাঠাবেন না বলে অভিভাবকেরা হুমকি দিয়েছেন। এদিকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক অভিভাবক গত বৃহস্পতিবার ইউএন
১৪ মিনিট আগে