ভুয়া ম্যাজিস্ট্রেট সন্দেহে আটক তিন জন
পাবনার বেড়ায় প্রাইভেটকারসহ তিন যুবককে আটক করেছে পুলিশ। প্রতারক সন্দেহে গতকাল রোববার তাঁদের করা হয়। আটক ব্যক্তিরা হলেন, আবির হোসেন মিম (২৯), আজিজুল হক (২৫) ও মেহদী হাসান (১৯)। তাঁরা বগুড়া জেলার বাসিন্দা বলে জানা গেছে।