Ajker Patrika

বেড়ায় নদীতে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার

বেড়া (পাবনা) প্রতিনিধি
আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ২০: ৩২
বেড়ায় নদীতে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার

পাবনার বেড়ায় নদীতে নিখোঁজ হওয়া বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার সকালে কাগেশ্বরী নদী থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। গত শনিবার দুপুরে নদীতে সাঁতার কাটতে গিয়ে তলিয়ে যান তিনি। নিখোঁজ বৃদ্ধের নাম বক্কার প্রামাণিক (৭০)। তিনি উপজেলার চাকলা ইউনিয়নের চাকলা পূর্বপাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ, ফায়ার সার্ভিস নিখোঁজের স্বজনদের সূত্রে জানা গেছে, শনিবার সকালে বক্কার প্রামাণিক কাগেশ্বরী নদী সাঁতরে ওপারে পরিত্যক্ত জমিতে ঘাস কাটতে যান। এদিকে দুপুর পেরিয়ে বিকেল হয়ে গেলেও তিনি বাড়িতে ফিরে না আসায় স্বজনেরা তাঁকে খোঁজাখুঁজি করতে থাকেন। পরে প্রতিবেশীরা তাঁর পরিবারকে জানান যে তাঁকে তাঁরা সাঁতার কেটে মাঝ নদী পর্যন্ত আসতে দেখেছেন।

এরই সূত্র ধরে শনিবার বিকেল থেকে বেড়া ফায়ার সার্ভিসের একদল কর্মী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালান। পরে গতকাল সকালে ডুবুরিরা ওই বৃদ্ধের লাশ উদ্ধার করেন।

বেড়া মডেল থানার ওসি অরবিন্দ সরকার বলেন, গত শনিবার সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালানো হয়। কিন্তু স্রোত থাকায় উদ্ধার অভিযান ব্যাহত হয়। পরের দিন রোববার সকালে ফায়ার সার্ভিস রাজশাহী স্টেশনের ডুবুরি দল এসে সম্মিলিত প্রচেষ্টায় তাঁর লাশ উদ্ধার করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘সাকিবের পোস্টার স্টেডিয়ামে ঢুকবে কি না, বিসিবির ডিসিপ্লিনারি কমিটি দেখবে’

আন্তর্জাতিক সালিসের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ-আদানি

দলীয় মনোনয়ন পছন্দ না হওয়ায় বিশৃঙ্খলা, বিএনপির ৪ নেতা বহিষ্কার

‘তোমার জন্যই খুন করেছি’, স্ত্রীকে হত্যার পর প্রেমিকাকে সার্জনের বার্তা

জোটেই ভোট করবে জামায়াত, চূড়ান্ত প্রার্থী তালিকা শিগগির

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ