Ajker Patrika

পাবনায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

সাঁথিয়া ও বেড়া প্রতিনিধি
আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১৮: ৪৪
পাবনায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

পাবনার সাঁথিয়া ও বেড়া উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় বৃদ্ধাসহ দুজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। গত শুক্রবার সন্ধ্যায় বেড়া উপজেলার চাকলা ইউনিয়নের পুণ্ডুরিয়া এলাকায় এবং সকালে সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার আমেনা খাতুন ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন আতাইকুলা কলেজপাড়া এলাকার রঘুনাথপুর গ্রামের হালিমা খাতুন (৬৫) এবং বেড়া পৌর এলাকার সান্যালপাড়া মহল্লার মহিউজ্জামান শুভ (২৬)। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহত শুভর স্ত্রী গাইনি চিকিৎসক মাইশা আনজুম চৌধুরী (২৪)। আহত ডাক্তার মাইশা পৌর এলাকার বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কাঠবোঝাই একটি ট্রাক যশোর থেকে কাশিনাথপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ঢাকা-পাবনা মহাসড়কের আতাইকুলায় আসার পর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি বসতবাড়িতে ঢুকে পড়ে। এ সময় এক পথচারী বৃদ্ধা ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

অপরদিকে গত শুক্রবার সন্ধ্যায় মহিউজ্জামান শুভ নিজ মোটরসাইকেলে করে স্ত্রী মাইশাকে নিয়ে কাশিনাথপুর থেকে পৌর শহরের নিজ বাড়িতে ফিরছিলেন। বগুড়া-নগরবাড়ি মহাসড়কের চাকলা ইউনিয়নের পুণ্ডুরিয়ায় একটি শ্যালো ইঞ্জিনচালিত নসিমনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হলে দুজন গুরুতর আহত হন। এলাকাবাসী তাঁদের উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শুভকে মৃত ঘোষণা করেন। আহত মাইশার অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, খবর পাওয়ার পরই ঘটনাস্থলে পুলিশের ফোর্স পাঠানো হয়। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অপমৃত্যু মামলা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত