Ajker Patrika

ফেরি ও ঘাটসংকটে দুর্ভোগ

পাবনা, বেড়া ও গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
আপডেট : ২০ নভেম্বর ২০২১, ১২: ৫২
ফেরি ও ঘাটসংকটে দুর্ভোগ

ফেরিসংকটে কাজিরহাট-আরিচা এবং ঘাটস্বল্পতায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। দুই দিন ধরে নৌরুট দুটির ঘাটগুলোতে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রী ও পরিবহনশ্রমিকেরা। এমনকি পারাপারের অপেক্ষায় থাকা অনেক ট্রাকে পচনশীল পণ্য থাকায় সেগুলো নষ্টের আশঙ্কা তৈরি হয়েছে।

পাবনার কাজিরহাট ও মানিকগঞ্জের আরিচা নৌরুটে মাত্র তিনটি ছোট ফেরি দিয়ে চলছে যানবাহন পারাপার। দুই দিন ধরে এ নৌরুটে পারাপারের অপেক্ষায় রয়েছে পাঁচ শতাধিক যানবাহন। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনশ্রমিকেরা।

কাজিরহাট ফেরিঘাটের ব্যবস্থাপক মাহবুবুর রহমান গতকাল দুপুরে জানান, এই পরিস্থিতিতে জরুরি পণ্যবাহী ট্রাকগুলোকে বঙ্গবন্ধু সেতু হয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এ রুটে শুরুতে চারটি ফেরি চললেও এখন ছোট তিনটি ফেরি চলায় চাপ বেড়েছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শিহাব উদ্দিন বলেন, দৌলতদিয়ার সাতটি ঘাটের মধ্যে চালু রয়েছে পাঁচটি। এর মধ্যে ৩ নম্বর ঘাটে ছোট ফেরির পন্টুন সরিয়ে রো রো ফেরির পন্টুন বসানো হয়েছে। সেই সঙ্গে বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে ফেরি বন্ধ। এ কারণে ওই পথের গাড়ি এই নৌপথ দিয়ে পারাপার হচ্ছে। ফলে চাপ বেড়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত