পাবনা, বেড়া ও চাটমোহর প্রতিনিধি
পাবনার বেড়া পৌরসভা নির্বাচন ও চাটমোহরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আগামী রোববার। ভোট সামনে রেখে গত মঙ্গলবার রাতে পৃথক সংঘর্ষে অন্তত ৩৫ জন আহত হয়েছেন। এর মধ্যে বেড়ায় ১০ জন ও দুটি ইউপিতে ২৫ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে প্রচার ক্যাম্প ও মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। নৌকার প্রার্থীর গণসংযোগে কয়েকটি ককটেল নিক্ষেপ করা হয়েছে।
বেড়ায় নৌকা প্রতীকের মেয়র প্রার্থী ও স্থানীয় সাংসদ শামসুল হক টুকুর ছেলে আসিফ শামস রঞ্জন অভিযোগ করে বলেন, মঙ্গলবার রাতে নির্বাচনী প্রচার ও গণসংযোগ করতে থাকলে পৌর এলাকার সুম্বুপাড়া মহল্লায় মোড়ে বিপরীত দিক থেকে স্বতন্ত্র (নারিকেল গাছ) প্রার্থী আব্দুল বাতেনের সমর্থকেরা দেশি অস্ত্র দিয়ে হামলা করেন। এ সময় ১০ জন আহত হন। কয়েকটি ককটেল নিক্ষেপ করা হয়।
তবে বিদ্রোহী মেয়র প্রার্থী ও সাংসদের ছোট ভাই আব্দুল বাতেন বলেন, ‘নৌকার প্রার্থী রঞ্জন তাঁর এমপি বাবাকে সঙ্গে নিয়ে আমাকে নির্বাচনী মাঠ থেকে সরিয়ে দিতে এখনো চেষ্টা করছে। আমার কর্মীদের হয়রানি করতেই পূর্বপরিকল্পিতভাবে নিজেরা গণসংযোগে ককটেল নিক্ষেপ করেছে।’
বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, ‘পুলিশ ককটেল উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে। এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দেয়নি।’
এদিকে গত মঙ্গলবার রাতে চাটমোহর উপজেলার গুনাইগাছা ও হরিপুর ইউপির নৌকার প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়েছে। এতে এক চেয়ারম্যান প্রার্থীসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।
গুনাইগাছা ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রজব আলী বাবলু বলেন, তিনি সমর্থকদের নিয়ে গুনাইগাছা বাজারে প্রচার চালাচ্ছিলেন। এ সময় ১৫ থেকে ২০টি মোটরসাইকেলে করে হেলমেট পরা একদল যুবক দেশি অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। তাঁকেও (রজব আলী) মারধর করা হয়। তিনি আরও বলেন, এই যুবকের দল জীবননগর ও চরপাড়া বাজারে আনারস প্রতীকের প্রার্থীর সমর্থকদের দোকান ভাঙচুর করে। এ সময় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। সব মিলিয়ে ১০ জন আহত হন। আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে নৌকার প্রার্থী নুরুল ইসলাম বলেন, তাঁর লোকজন হামলা করেননি। তাঁর পাল্টা অভিযোগ, তাঁর কর্মী-সমর্থকদের মারপিট করা হয়েছে।
অন্যদিকে মঙ্গলবার রাত আটটার দিকে উপজেলার হরিপুর ইউপির হরিপুর ও চড়ইকোল বাজারে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘাত হয়েছে। এ সময় ছুরিকাঘাতে তিনজনসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। এর মধ্যে ১০ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নৌকার প্রার্থী মকবুল হোসেন দাবি করেন, তাঁর কর্মীরা ভোট চাইতে বের হলে হরিপুর বাজারে আনারস প্রতীকের প্রচার অফিস থেকে হামলা চালানো হয়।
তবে স্বতন্ত্র প্রার্থী প্রভাষক আফজাল হোসেন বলেন, নৌকার কর্মী-সমর্থকেরা পরিকল্পিতভাবে তাঁর দুটি নির্বাচনী অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করেন। পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করেন। নৌকার লোকজনের হামলায় তাঁর চারজন কর্মী আহত হয়েছেন।
চাটমোহর থানার ওসি মুহাম্মদ আনোয়ার হোসেন বলেন, হামলা ও মারধরের ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। হরিপুরের ঘটনায় আকতার হোসেন ও গুনাইগাছার ঘটনায় রজব আলী বাবুল বাদী হয়ে মামলা করেছেন। দুটি মামলায় মোট পাঁচজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পাবনার বেড়া পৌরসভা নির্বাচন ও চাটমোহরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আগামী রোববার। ভোট সামনে রেখে গত মঙ্গলবার রাতে পৃথক সংঘর্ষে অন্তত ৩৫ জন আহত হয়েছেন। এর মধ্যে বেড়ায় ১০ জন ও দুটি ইউপিতে ২৫ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে প্রচার ক্যাম্প ও মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। নৌকার প্রার্থীর গণসংযোগে কয়েকটি ককটেল নিক্ষেপ করা হয়েছে।
বেড়ায় নৌকা প্রতীকের মেয়র প্রার্থী ও স্থানীয় সাংসদ শামসুল হক টুকুর ছেলে আসিফ শামস রঞ্জন অভিযোগ করে বলেন, মঙ্গলবার রাতে নির্বাচনী প্রচার ও গণসংযোগ করতে থাকলে পৌর এলাকার সুম্বুপাড়া মহল্লায় মোড়ে বিপরীত দিক থেকে স্বতন্ত্র (নারিকেল গাছ) প্রার্থী আব্দুল বাতেনের সমর্থকেরা দেশি অস্ত্র দিয়ে হামলা করেন। এ সময় ১০ জন আহত হন। কয়েকটি ককটেল নিক্ষেপ করা হয়।
তবে বিদ্রোহী মেয়র প্রার্থী ও সাংসদের ছোট ভাই আব্দুল বাতেন বলেন, ‘নৌকার প্রার্থী রঞ্জন তাঁর এমপি বাবাকে সঙ্গে নিয়ে আমাকে নির্বাচনী মাঠ থেকে সরিয়ে দিতে এখনো চেষ্টা করছে। আমার কর্মীদের হয়রানি করতেই পূর্বপরিকল্পিতভাবে নিজেরা গণসংযোগে ককটেল নিক্ষেপ করেছে।’
বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, ‘পুলিশ ককটেল উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে। এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দেয়নি।’
এদিকে গত মঙ্গলবার রাতে চাটমোহর উপজেলার গুনাইগাছা ও হরিপুর ইউপির নৌকার প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়েছে। এতে এক চেয়ারম্যান প্রার্থীসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।
গুনাইগাছা ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রজব আলী বাবলু বলেন, তিনি সমর্থকদের নিয়ে গুনাইগাছা বাজারে প্রচার চালাচ্ছিলেন। এ সময় ১৫ থেকে ২০টি মোটরসাইকেলে করে হেলমেট পরা একদল যুবক দেশি অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। তাঁকেও (রজব আলী) মারধর করা হয়। তিনি আরও বলেন, এই যুবকের দল জীবননগর ও চরপাড়া বাজারে আনারস প্রতীকের প্রার্থীর সমর্থকদের দোকান ভাঙচুর করে। এ সময় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। সব মিলিয়ে ১০ জন আহত হন। আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে নৌকার প্রার্থী নুরুল ইসলাম বলেন, তাঁর লোকজন হামলা করেননি। তাঁর পাল্টা অভিযোগ, তাঁর কর্মী-সমর্থকদের মারপিট করা হয়েছে।
অন্যদিকে মঙ্গলবার রাত আটটার দিকে উপজেলার হরিপুর ইউপির হরিপুর ও চড়ইকোল বাজারে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘাত হয়েছে। এ সময় ছুরিকাঘাতে তিনজনসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। এর মধ্যে ১০ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নৌকার প্রার্থী মকবুল হোসেন দাবি করেন, তাঁর কর্মীরা ভোট চাইতে বের হলে হরিপুর বাজারে আনারস প্রতীকের প্রচার অফিস থেকে হামলা চালানো হয়।
তবে স্বতন্ত্র প্রার্থী প্রভাষক আফজাল হোসেন বলেন, নৌকার কর্মী-সমর্থকেরা পরিকল্পিতভাবে তাঁর দুটি নির্বাচনী অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করেন। পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করেন। নৌকার লোকজনের হামলায় তাঁর চারজন কর্মী আহত হয়েছেন।
চাটমোহর থানার ওসি মুহাম্মদ আনোয়ার হোসেন বলেন, হামলা ও মারধরের ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। হরিপুরের ঘটনায় আকতার হোসেন ও গুনাইগাছার ঘটনায় রজব আলী বাবুল বাদী হয়ে মামলা করেছেন। দুটি মামলায় মোট পাঁচজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪