বাঘায় কর্মীকে বিএনপির এক গ্রুপ আটকাল, ছাড়াল আরেক গ্রুপ
রাজশাহীর বাঘায় ইউনিয়ন বিএনপির অভ্যন্তরীণ কোন্দল আরও প্রকাশ্যে এসেছে। এক গ্রুপ ডিবি পুলিশের মাধ্যমে দলের সাবেক নেতাকে আটকের ব্যবস্থা করার পরদিন আরেক গ্রুপ থানায় গিয়ে তাঁকে ছাড়িয়ে নিয়েছে। এ ঘটনায় বিএনপির নেতা-কর্মীরা বলছেন, গ্রুপিং ও বিভক্তি দলে আরও গভীর হচ্ছে।