বাঘা (রাজশাহী) প্রতিনিধি
প্রতারণার মামলায় রাজশাহীর বাঘা উপজেলার সাবেক নারী ভাইস চেয়ারম্যান ফাতেমা খাতুন লতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার জেলা চিফ জুডিশিয়াল আদালতের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো আদেশ দেন।
ফাতেমা খাতুন লতা বাঘা পৌরসভার নারায়ণপুর গ্রামের বাসিন্দা এবং উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি।
আদালতে বাদীপক্ষের আইনজীবী আজিজুল আলম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০২১ সালে সাবেক উপজেলা নারী ভাইস চেয়ারম্যান ফাতেমা খাতুন লতা একই উপজেলার চাঁদপুর গ্রামের নিলুফা ইয়াসমিন নিলু নামের এক নারীকে চাকরি দেওয়ার নাম করে স্ট্যাম্পের মাধ্যমে ২০ লাখ টাকা গ্রহণ করেন।
পরবর্তী সময়ে চাকরি দিতে না পারায় টাকা ফেরত চান নিলুফা ইয়াসমিন। দীর্ঘদিন ঘোরানোর পরে আরও কিছুদিন সময় নিয়ে ২০২৪ সালের ২০ জুলাই টাকা দেবেন বলে সোনালী ব্যাংক বাঘা শাখার অনুকূলে একটি চেক দেন। কিন্তু ধার্য তারিখে ব্যাংকে টাকা উত্তোলন করতে গিয়ে তাঁর হিসাব নম্বরে কোনো টাকা না থাকায় নিলুফা ইয়াসমিন বাদী হয়ে আদালতে মামলা করেন।
বাদী নিলুফা ইয়াসমিন বলেন, ‘আমাকে যে চেকটি ফাতেমা খাতুন লতা প্রদান করেছেন, সেটি তাঁর “আশার আলো সংস্থা” ব্যবসাপ্রতিষ্ঠানের নামে। এই হিসাবটি সিলসহ যৌথ স্বাক্ষরে পরিচালিত। কিন্তু তিনি যৌথ স্বাক্ষর ও সিল ব্যবহার না করে একক স্বাক্ষরে আমাকে চেকটি প্রদান করেন। এ বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষ আমাকে লিখিত দিয়েছেন। নিরুপায় হয়ে আমি তাঁর নামে মামলা করেছি।’
আইনজীবী মো. আজিজুল আলম জানান, ফাতেমা খাতুনের নামে উচ্চ আদালতে ২৫ লাখ এবং নিম্ন আদালতে ১৫ লাখ টাকার চেক জালিয়াতির দুটি মামলা রয়েছে। তিনি তাঁর আশার আলো সংস্থা ব্যবসাপ্রতিষ্ঠানের নামে নিকটাত্মীয়ের কাছে চেক দিয়ে টাকা ধারসহ চাকরি দেওয়ার নামে এসব লেনদেন করেছেন বলে তাঁর কাছে তথ্যপ্রমাণ রয়েছে।
প্রতারণার মামলায় রাজশাহীর বাঘা উপজেলার সাবেক নারী ভাইস চেয়ারম্যান ফাতেমা খাতুন লতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার জেলা চিফ জুডিশিয়াল আদালতের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো আদেশ দেন।
ফাতেমা খাতুন লতা বাঘা পৌরসভার নারায়ণপুর গ্রামের বাসিন্দা এবং উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি।
আদালতে বাদীপক্ষের আইনজীবী আজিজুল আলম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০২১ সালে সাবেক উপজেলা নারী ভাইস চেয়ারম্যান ফাতেমা খাতুন লতা একই উপজেলার চাঁদপুর গ্রামের নিলুফা ইয়াসমিন নিলু নামের এক নারীকে চাকরি দেওয়ার নাম করে স্ট্যাম্পের মাধ্যমে ২০ লাখ টাকা গ্রহণ করেন।
পরবর্তী সময়ে চাকরি দিতে না পারায় টাকা ফেরত চান নিলুফা ইয়াসমিন। দীর্ঘদিন ঘোরানোর পরে আরও কিছুদিন সময় নিয়ে ২০২৪ সালের ২০ জুলাই টাকা দেবেন বলে সোনালী ব্যাংক বাঘা শাখার অনুকূলে একটি চেক দেন। কিন্তু ধার্য তারিখে ব্যাংকে টাকা উত্তোলন করতে গিয়ে তাঁর হিসাব নম্বরে কোনো টাকা না থাকায় নিলুফা ইয়াসমিন বাদী হয়ে আদালতে মামলা করেন।
বাদী নিলুফা ইয়াসমিন বলেন, ‘আমাকে যে চেকটি ফাতেমা খাতুন লতা প্রদান করেছেন, সেটি তাঁর “আশার আলো সংস্থা” ব্যবসাপ্রতিষ্ঠানের নামে। এই হিসাবটি সিলসহ যৌথ স্বাক্ষরে পরিচালিত। কিন্তু তিনি যৌথ স্বাক্ষর ও সিল ব্যবহার না করে একক স্বাক্ষরে আমাকে চেকটি প্রদান করেন। এ বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষ আমাকে লিখিত দিয়েছেন। নিরুপায় হয়ে আমি তাঁর নামে মামলা করেছি।’
আইনজীবী মো. আজিজুল আলম জানান, ফাতেমা খাতুনের নামে উচ্চ আদালতে ২৫ লাখ এবং নিম্ন আদালতে ১৫ লাখ টাকার চেক জালিয়াতির দুটি মামলা রয়েছে। তিনি তাঁর আশার আলো সংস্থা ব্যবসাপ্রতিষ্ঠানের নামে নিকটাত্মীয়ের কাছে চেক দিয়ে টাকা ধারসহ চাকরি দেওয়ার নামে এসব লেনদেন করেছেন বলে তাঁর কাছে তথ্যপ্রমাণ রয়েছে।
‘দেবিদ্বারের রাস্তাঘাট এতটাই খারাপ অবস্থা যে মাছ ছেড়ে দিয়ে চাষ করার মতো। এখানে আপনারা জিয়ল (দেশি) মাছ ছাড়বেন। আমি মাছ ছাড়ছি, আপনারাও ছাড়বেন তাতে যদি কিছু হয়।’ সড়ক সংস্কারের দাবিতে কুমিল্লার দেবিদ্বার-চন্দিনা সড়কে মাছ ছেড়ে প্রতিবাদ জানিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত
১১ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে শিবির ও ছাত্রদল-সমর্থিত প্যানেলের বিরুদ্ধে শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য ফাঁসের অভিযোগ তুলেছে বামধারার ‘গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ’। আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন নেতৃবৃন্দ।
১৬ মিনিট আগেকিশোরগঞ্জে একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসায় গাফিলতির কারণে এক নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। ৬ অক্টোবর বিকেলে জেলা শহরের বত্রিশ এলাকার সিটিল্যাব হেলথ কেয়ার হাসপাতালে এ ঘটনা ঘটে। গতকাল বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে ক্লিনিক কর্তৃপক্ষ টাকা দিয়ে নবজাতকের পরিবারের সঙ্গে রফার চেষ্টা করেছে বলেও অভিয
১৯ মিনিট আগেবিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ছাত্র হিসেবে মেধার ভিত্তিতেই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে। কারও রাজনৈতিক মতাদর্শ বা ব্যক্তিগত বিশ্বাস এই প্রক্রিয়ায় কোনো প্রভাব ফেলবে না। লিখিত, মৌখিক ও একাডেমিক ফলাফলে যারা সর্বোচ্চ নম্বর অর্জন করবেন, তাঁদেরই নিয়োগ দেওয়া হবে।
২৪ মিনিট আগে