স্বর্ণালংকারের সঙ্গে কাঁথা-কম্বলও নিয়ে গেল ডাকাতেরা
যশোরের মনিরামপুরে পরিবারের সদস্যদের মারপিটের পর বেঁধে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ রোববার ভোরে উপজেলার ভাণ্ডারীমোড় সংলগ্ন নালেরকান্দা গ্রামে কাশেম আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতেরা স্বর্ণালংকার, নগদ টাকাসহ কাঁথা-কম্বলও নিয়ে গেছে।