মনিরামপুর ও যশোর প্রতিনিধি
যশোরের মনিরামপুরে ছুরিকাঘাতে হীরা বেগম (৩০) নামে এক গৃহবধূ খুন হয়েছেন। গতকাল বুধবার রাত ১০টার দিকে উপজেলার জয়নগর এলাকার একটি কলা খেত থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত নারী উপজেলার মশ্মিমনগর ইউনিয়ন চাকলা গ্রামের ভাঙাড়ি ব্যবসায়ী সুমন হোসেনের স্ত্রী।
এ ঘটনায় নিহতের সাবেক দ্বিতীয় স্বামী উপজেলার মশ্মিমনগর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর (চাকলা) ওয়ার্ডের ইউপি সদস্য ইসলাম গাজীকে (৩২) গ্রেপ্তার করেছে র্যাব-৬ যশোরের একটি দল। আজ বৃহস্পতিবার সকালে র্যাব-৬ এক সংবাদ বিজ্ঞাপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।
নিহতের বর্তমান স্বামী সুমন হোসেন বলেন, ‘১৫ বছর আগে হীরার সঙ্গে আমার বিয়ে হয়। আমাদের দুটি সন্তান আছে। ৫ মাস আগে আমাকে তালাক দিয়ে আমার প্রতিবেশী ইউপি সদস্য ইসলাম গাজীকে বিয়ে করে হীরা। এটি মেম্বরের দ্বিতীয় বিয়ে। ১ মাস আগে মেম্বরকে তালাক দিয়ে নড়াইলে বাবার বাড়ি চলে যায় হিরা। এরপর গত বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) পারিবারিকভাবে আবার আমাদের বিয়ে হয়। ঝামেলা এড়াতে আমি নড়াইল শহরে ঘর ভাড়া নিই। গত সোমবার (৩ অক্টোবর) শ্বশুর বাড়ি থেকে ছেলে আবু তালেবকে (৯) নিয়ে আমার বাসার উদ্দেশে বের হয় হীরা। পরে বাসায় না গিয়ে ছেলেকে নিয়ে ইসলামের সঙ্গে মনিরামপুরে চলে আসে।’
নিহতের ৯ বছরের ছেলে আবু তালেব বলে, ‘মেম্বর আমাদের মনিরামপুর বাজারে একটা বাসায় নিয়ে আসে। রাতে আমার মা বাথরুমে ঢুকলে মেম্বর জুসের সঙ্গে বিষ মিশিয়ে আমাকে খেতে বলে। আমি খেতে রাজি না হলে সে মুখ টিপে ধরে জুস আমার মুখে ঢুকিয়ে দেয়। এরপর আমি অজ্ঞান হয়ে গেলে আমারে মনিরামপুর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে ডাক্তার ওয়াশ করে আমার বিষ বের করে।’
সুমন হোসেন আরও বলে, ‘অবস্থা খারাপ হওয়ায় মঙ্গলবার সকালে ছেলেকে যশোর সদর হাসপাতালে ভর্তি করি। সেখানে স্ত্রী ও ছেলেকে রেখে টাকা আনতে বুধবার আমি নড়াইলে বাসায় যাই। বিকেলে ইসলাম হাসপাতাল থেকে আমার স্ত্রী হীরাকে জোর করে তুলে নিয়ে আসে।’
সুমন আরও বলেন, বুধবার রাত ৮টায় আমার স্ত্রীর মোবাইলে কল করলে ইসলাম মেম্বর মোবাইল ধরে বলেন হীরা নড়াইলে চলে গেছে। তার কিছুক্ষণ পরে শুনি হীরা খুন হয়েছে।
র্যাব-৬ যশোরের কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট নাজিউর রহমান সাংবাদিকদের বলেন, মনিরামপুরে গৃহবধূ খুনের পর জানতে পারি যশোরের বেজপাড়ায় খুনি আত্মগোপনে আছে। এরপর বৃহস্পতিবার ভোরে সেখানে অভিযান চালিয়ে নিহতের সাবেক স্বামী ইসলাম গাজীকে গ্রেপ্তার করা হয়েছে।
এম নাজিউর রহমান বলেন, পারিবারিক কলহের জেরে ইসলাম ছুরি দিয়ে হীরাকে হত্যা করেছে বলে স্বীকার করেছে। গ্রেপ্তার হওয়া ইসলামকে মনিরামপুর থানায় সোপর্দ করা হবে।
এদিকে বৃহস্পতিবার দুপুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত গ্রেপ্তারকৃত ইসলাম মেম্বরকে থানায় সোপর্দ করা হয়নি বলে জানা গেছে।
মনিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) গাজী মাহবুবুর রহমান বলেন, ‘বুধবার রাতে মনিরামপুরের জয়নগরের একটি কলাবাগান থেকে হীরা বেগম নামে এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের দেহে একাধিক ক্ষতচিহ্ন রয়েছে। আমরা মরদেহ উদ্ধার করে বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি।’
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-ই-আলম সিদ্দীকি বলেন, র্যাবের আসামি আটকের বিষয়ে আমাদের দাপ্তরিকভাবে কিছু জানানো হয়নি। হীরা বেগম নিহতের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
যশোরের মনিরামপুরে ছুরিকাঘাতে হীরা বেগম (৩০) নামে এক গৃহবধূ খুন হয়েছেন। গতকাল বুধবার রাত ১০টার দিকে উপজেলার জয়নগর এলাকার একটি কলা খেত থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত নারী উপজেলার মশ্মিমনগর ইউনিয়ন চাকলা গ্রামের ভাঙাড়ি ব্যবসায়ী সুমন হোসেনের স্ত্রী।
এ ঘটনায় নিহতের সাবেক দ্বিতীয় স্বামী উপজেলার মশ্মিমনগর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর (চাকলা) ওয়ার্ডের ইউপি সদস্য ইসলাম গাজীকে (৩২) গ্রেপ্তার করেছে র্যাব-৬ যশোরের একটি দল। আজ বৃহস্পতিবার সকালে র্যাব-৬ এক সংবাদ বিজ্ঞাপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।
নিহতের বর্তমান স্বামী সুমন হোসেন বলেন, ‘১৫ বছর আগে হীরার সঙ্গে আমার বিয়ে হয়। আমাদের দুটি সন্তান আছে। ৫ মাস আগে আমাকে তালাক দিয়ে আমার প্রতিবেশী ইউপি সদস্য ইসলাম গাজীকে বিয়ে করে হীরা। এটি মেম্বরের দ্বিতীয় বিয়ে। ১ মাস আগে মেম্বরকে তালাক দিয়ে নড়াইলে বাবার বাড়ি চলে যায় হিরা। এরপর গত বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) পারিবারিকভাবে আবার আমাদের বিয়ে হয়। ঝামেলা এড়াতে আমি নড়াইল শহরে ঘর ভাড়া নিই। গত সোমবার (৩ অক্টোবর) শ্বশুর বাড়ি থেকে ছেলে আবু তালেবকে (৯) নিয়ে আমার বাসার উদ্দেশে বের হয় হীরা। পরে বাসায় না গিয়ে ছেলেকে নিয়ে ইসলামের সঙ্গে মনিরামপুরে চলে আসে।’
নিহতের ৯ বছরের ছেলে আবু তালেব বলে, ‘মেম্বর আমাদের মনিরামপুর বাজারে একটা বাসায় নিয়ে আসে। রাতে আমার মা বাথরুমে ঢুকলে মেম্বর জুসের সঙ্গে বিষ মিশিয়ে আমাকে খেতে বলে। আমি খেতে রাজি না হলে সে মুখ টিপে ধরে জুস আমার মুখে ঢুকিয়ে দেয়। এরপর আমি অজ্ঞান হয়ে গেলে আমারে মনিরামপুর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে ডাক্তার ওয়াশ করে আমার বিষ বের করে।’
সুমন হোসেন আরও বলে, ‘অবস্থা খারাপ হওয়ায় মঙ্গলবার সকালে ছেলেকে যশোর সদর হাসপাতালে ভর্তি করি। সেখানে স্ত্রী ও ছেলেকে রেখে টাকা আনতে বুধবার আমি নড়াইলে বাসায় যাই। বিকেলে ইসলাম হাসপাতাল থেকে আমার স্ত্রী হীরাকে জোর করে তুলে নিয়ে আসে।’
সুমন আরও বলেন, বুধবার রাত ৮টায় আমার স্ত্রীর মোবাইলে কল করলে ইসলাম মেম্বর মোবাইল ধরে বলেন হীরা নড়াইলে চলে গেছে। তার কিছুক্ষণ পরে শুনি হীরা খুন হয়েছে।
র্যাব-৬ যশোরের কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট নাজিউর রহমান সাংবাদিকদের বলেন, মনিরামপুরে গৃহবধূ খুনের পর জানতে পারি যশোরের বেজপাড়ায় খুনি আত্মগোপনে আছে। এরপর বৃহস্পতিবার ভোরে সেখানে অভিযান চালিয়ে নিহতের সাবেক স্বামী ইসলাম গাজীকে গ্রেপ্তার করা হয়েছে।
এম নাজিউর রহমান বলেন, পারিবারিক কলহের জেরে ইসলাম ছুরি দিয়ে হীরাকে হত্যা করেছে বলে স্বীকার করেছে। গ্রেপ্তার হওয়া ইসলামকে মনিরামপুর থানায় সোপর্দ করা হবে।
এদিকে বৃহস্পতিবার দুপুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত গ্রেপ্তারকৃত ইসলাম মেম্বরকে থানায় সোপর্দ করা হয়নি বলে জানা গেছে।
মনিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) গাজী মাহবুবুর রহমান বলেন, ‘বুধবার রাতে মনিরামপুরের জয়নগরের একটি কলাবাগান থেকে হীরা বেগম নামে এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের দেহে একাধিক ক্ষতচিহ্ন রয়েছে। আমরা মরদেহ উদ্ধার করে বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি।’
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-ই-আলম সিদ্দীকি বলেন, র্যাবের আসামি আটকের বিষয়ে আমাদের দাপ্তরিকভাবে কিছু জানানো হয়নি। হীরা বেগম নিহতের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
২১ দিন আগেসবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১৪ জুলাই ২০২৫এবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১২ জুলাই ২০২৫মোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
০৫ জুলাই ২০২৫