সুরক্ষিত বেশভূষায় ভ্রাম্যমাণ বাজারে কৃষক বিক্রি করছেন ‘বিষমুক্ত’ সবজি
ভ্যানে সাজানো ফুলকপি, লাউ, আলু, টমেটোসহ বিভিন্ন সবজি। এসবের বিক্রেতা দুই হাতে পরেছেন প্লাস্টিকের মোজা, মাথায় দিয়েছেন সুরক্ষা সামগ্রী, মুখে মাস্ক ও পায়ে পরেছেন লম্বা বুট। এমন সুরক্ষিত বেশভূষায় নিজের খেতে উৎপাদিত ‘বিষমুক্ত’ সবজি আজ মঙ্গলবার যশোরের ঝিকরগাছা উপজেলার জননী মার্কেটের সামনে বিক্রি করতে দেখা