Ajker Patrika

রান্নাঘরে স্ত্রীর সঙ্গে দেখে ফেলায় বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ১৭: ১৩
রান্নাঘরে স্ত্রীর সঙ্গে দেখে ফেলায় বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা

যশোরের ঝিকরগাছায় ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন। আজ শনিবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ঝিকরগাছা কাটাখাল এলাকার আফিল রোডের ক্যাসেট বাবুর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত তৌফিক হাসান (২২) কৃষ্ণনগরের কারিগরপাড়ার শাহাদৎ হোসেনের ছেলে। 

ঘাতক কিসমত বাবু ওরফে ক্যাসেট বাবু (২৫) আফিল রোডের কাশেম মোড়লের ছেলে। ঘটনার পর থেকে ক্যাসেট বাবু ও তাঁর স্ত্রী রিয়া খাতুন (২০) পলাতক রয়েছেন। 
 
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ক্যাসেট বাবুর স্ত্রী রিয়া খাতুনের সঙ্গে তৌফিকের পরকীয়া সম্পর্ক ছিল। গতকাল শুক্রবার রাতে রান্নাঘরে স্ত্রীর সঙ্গে কৌশিককে দেখে ফেলেন বাবু। এ ঘটনার জের ধরে শনিবার সকালে মোবাইল ফোনে তৌফিককে বাড়িতে ডেকে নিয়ে আসেন ক্যাসেট বাবু। পরে সেখানে তাঁকে ছুরিকাঘাত করেন। একপর্যায়ে তাঁকে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎকরা তাঁকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। সেখানে নেওয়ার পর মৃত্যু হয় তৌফিকের। 

নিহত তৌফিকের মায়ের আহাজারি। ছবি: আজকের পত্রিকানিহতের খালা রত্না খাতুন বলেন, ‘প্রতিদিনের ন্যায় আফিল ফার্মে কাজে যাচ্ছিল তৌফিক। বাবুর ফোনকল পেয়ে আফিল রোডে তাঁদের বাড়িতে যায় তৌফিক।’ 

তৌফিকের চাচাতো ভাই মো. শাহিন বলেন, ‘ক্যাসেট বাবু ও কৌশিকের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক ছিল। দুজন-দুজনের বাড়িতে যাতায়াত ছিল।’ 

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভুঁইয়া বলেন, পরকীয়ার জের ধরে এক বন্ধুর ছুরিকাঘাতে আরেক বন্ধু নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত