বক্তৃতায় দারুণ নাজনীন
মুহুর্মুহু করতালির শব্দ কানে আসছে। আবার মুহূর্তে নিস্তব্ধ। কৌতূহলী হয়ে এগিয়ে যাই। দেখি হলভর্তি মানুষ। ডায়াসে দাঁড়িয়ে একজন যেভাবে যুক্তিতর্ক তুলে ধরছে, তাতে এ বিতর্ক প্রতিযোগিতায় সে-ই যে সেরা, সেটা যেন শুধু বিচারক নন, উপস্থিত সবাই বুঝতে পারছিলেন। আমিও তার উপস্থাপন ও বক্তৃতায় মুগ্ধ হই। নজরকাড়া এই বিতা