আরেক জনের কোলে শিশুকে রেখে উধাও নারী
মধ্যবয়সী কালো বোরকা পড়া এক নারী অজ্ঞাত নামা এক শিশুকে কোলে নিয়ে হাসপাতালে হাঁটাহাঁটি করছিলেন। হাসপাতালে আসা অপর নারী দেলোয়ারাকে ডেকে বলেন, ‘আপনি আমার শিশু সন্তানটিকে একটু কোলে নিবেন? আমি ওয়াশ রুমে যাব। প্লিজ একটু নেন।’ এভাবেই আনুমানিক চার মাস বয়সী একটি ছেলে শিশুকে ওয়াশ রুমে যাওয়ার কথা বলে দেলোয়ারা ন