Ajker Patrika

গাজীপুরে ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

গাজীপুরে ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ শনিবার রাত সাড়ে নয়টার দিকে শ্রীপুর রাজাবাড়ি আঞ্চলিক সড়কের জয়নারায়নপুর এলাকার কয়েল ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন-মালিপাড়া গ্ৰামের গিয়াস উদ্দিনের ছেলে কাজল সরদার (৩০) এবং ভিটিপাড়া গ্রামের আবদুল বাতেনের ছেলে অপরজন আবুল কালাম (৪০)।

স্থানীয়রা জানান, আজ শনিবার রাতে শ্রীপুরের দিক থেকে পণ্যবাহী দ্রুতগামী একটি বেপরোয়া ট্রাক রাজাবাড়ির দিকে যাওয়ার সময় পেছন থেকে একটি মোটরসাইকেলকে ধাক্কা মারে। এতে ঘটনা স্থলে একজনের মৃত্যু হয়। অন্যজনকে উদ্ধার করে হাসপাতালে পথে মারা যান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

এলাকাবাসী ট্রাকটিকে আটক করে পুলিশে দিয়েছে। তবে ঘাতক ট্রাক চালককে আটক করতে পারেনি।

শ্রীপুর থানার উপপরিদর্শক এসআই আবদুর রাজ্জাক আজকের পত্রিকাকে বলেন, ট্রাকটি স্থানীয়রা আটক করে পুলিশে দেয়। এখন ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। তবে ঘাতক চালক পালিয়ে গেছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত