Ajker Patrika

সাফারি পার্কে জেব্রা পরিবারে নতুন শাবকের জন্ম

সাফারি পার্কে জেব্রা পরিবারে নতুন শাবকের জন্ম

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে জেব্রা পরিবারে নতুন একটি পুরুষ শাবকের জন্ম হয়েছে। আজ সোমবার সকালের দিকে কোর সাফারি আফ্রিকান সাফারিতে মায়ের সঙ্গে ঘুরতে দেখা যায় শাবকটিকে। রাতের কোনো এক সময় শাবকটির জন্ম হতে পারে বলে পার্ক কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

এ নিয়ে পার্কে জেব্রা পরিবারে সদস্য সংখ্যা গিয়ে দাঁড়াল ৩১ টিতে। এতে নারী জেব্রা ১৬টি আর শাবকসহ পুরুষ জেব্রা হলো ১৫ টি।

পার্ক কর্তৃপক্ষ জানান, সাফারি পার্কের আফ্রিকান সাফারি বেষ্টনীতে উন্মুক্তভাবে বসবাস করে জেব্রাসহ অন্যান্য বিদেশি প্রাণী।

পার্কের ওয়াইল্ড লাইফ সুপারভাইজার আনিসুর রহমান জানান, জেব্রারা দল বেঁধে বসবাস করে। এরা দলবদ্ধ গোত্রের তৃণভোজী প্রাণী। ওদের দলে কোনো শাবকের জন্ম হলে অন্য সদস্যরা আলাদা নজর রাখে শাবকের ওপর। সবাই মিলে শাবকের নিরাপত্তা নিশ্চিত করে। আফ্রিকান সাবানা অঞ্চলে এদের অবাধ বিচরণ। যেখানে গাঢ় সবুজ ঘাস রয়েছে মাঠের পরে মাঠ। মাঝে মাঝে থাকে উঁচু গাছপালা। আফ্রিকা থেকেই সাফারি পার্কে আনা হয়েছে জেব্রাগুলো। উপযুক্ত পরিবেশ পেয়ে জেব্রাসহ অন্যান্য প্রাণীরা নিয়মিত বাচ্চার জন্ম দিচ্ছে এ সাফারি পার্কে।

সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. তবিবুর রহমান জানান, পার্কের জেব্রা পালে নতুন এক পুরুষ শাবকের জন্ম হয়েছে। সকালে কাজে গেলে আমাদের নজরে আসে জেব্রাপালে একটি শাবকের জন্ম হয়েছে। শাবকটি মায়ের দুধ পান করছে। নিজের মতো করে পালের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে শাবকটি। সুস্থ সবল রয়েছে মা জেব্রা ও শাবকটি।

তিনি বলেন, আরও বেশ কিছু প্রাণী গর্ভবতী রয়েছে। এ মৌসুমে পার্কে বেড়াতে আসা দর্শনার্থীদের ব্যতিক্রমী আনন্দ দেবে বেশ কিছু প্রাণীর জন্ম দেওয়া শাবকগুলো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত