গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে জেব্রা পরিবারে নতুন একটি পুরুষ শাবকের জন্ম হয়েছে। আজ সোমবার সকালের দিকে কোর সাফারি আফ্রিকান সাফারিতে মায়ের সঙ্গে ঘুরতে দেখা যায় শাবকটিকে। রাতের কোনো এক সময় শাবকটির জন্ম হতে পারে বলে পার্ক কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
এ নিয়ে পার্কে জেব্রা পরিবারে সদস্য সংখ্যা গিয়ে দাঁড়াল ৩১ টিতে। এতে নারী জেব্রা ১৬টি আর শাবকসহ পুরুষ জেব্রা হলো ১৫ টি।
পার্ক কর্তৃপক্ষ জানান, সাফারি পার্কের আফ্রিকান সাফারি বেষ্টনীতে উন্মুক্তভাবে বসবাস করে জেব্রাসহ অন্যান্য বিদেশি প্রাণী।
পার্কের ওয়াইল্ড লাইফ সুপারভাইজার আনিসুর রহমান জানান, জেব্রারা দল বেঁধে বসবাস করে। এরা দলবদ্ধ গোত্রের তৃণভোজী প্রাণী। ওদের দলে কোনো শাবকের জন্ম হলে অন্য সদস্যরা আলাদা নজর রাখে শাবকের ওপর। সবাই মিলে শাবকের নিরাপত্তা নিশ্চিত করে। আফ্রিকান সাবানা অঞ্চলে এদের অবাধ বিচরণ। যেখানে গাঢ় সবুজ ঘাস রয়েছে মাঠের পরে মাঠ। মাঝে মাঝে থাকে উঁচু গাছপালা। আফ্রিকা থেকেই সাফারি পার্কে আনা হয়েছে জেব্রাগুলো। উপযুক্ত পরিবেশ পেয়ে জেব্রাসহ অন্যান্য প্রাণীরা নিয়মিত বাচ্চার জন্ম দিচ্ছে এ সাফারি পার্কে।
সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. তবিবুর রহমান জানান, পার্কের জেব্রা পালে নতুন এক পুরুষ শাবকের জন্ম হয়েছে। সকালে কাজে গেলে আমাদের নজরে আসে জেব্রাপালে একটি শাবকের জন্ম হয়েছে। শাবকটি মায়ের দুধ পান করছে। নিজের মতো করে পালের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে শাবকটি। সুস্থ সবল রয়েছে মা জেব্রা ও শাবকটি।
তিনি বলেন, আরও বেশ কিছু প্রাণী গর্ভবতী রয়েছে। এ মৌসুমে পার্কে বেড়াতে আসা দর্শনার্থীদের ব্যতিক্রমী আনন্দ দেবে বেশ কিছু প্রাণীর জন্ম দেওয়া শাবকগুলো।
গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে জেব্রা পরিবারে নতুন একটি পুরুষ শাবকের জন্ম হয়েছে। আজ সোমবার সকালের দিকে কোর সাফারি আফ্রিকান সাফারিতে মায়ের সঙ্গে ঘুরতে দেখা যায় শাবকটিকে। রাতের কোনো এক সময় শাবকটির জন্ম হতে পারে বলে পার্ক কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
এ নিয়ে পার্কে জেব্রা পরিবারে সদস্য সংখ্যা গিয়ে দাঁড়াল ৩১ টিতে। এতে নারী জেব্রা ১৬টি আর শাবকসহ পুরুষ জেব্রা হলো ১৫ টি।
পার্ক কর্তৃপক্ষ জানান, সাফারি পার্কের আফ্রিকান সাফারি বেষ্টনীতে উন্মুক্তভাবে বসবাস করে জেব্রাসহ অন্যান্য বিদেশি প্রাণী।
পার্কের ওয়াইল্ড লাইফ সুপারভাইজার আনিসুর রহমান জানান, জেব্রারা দল বেঁধে বসবাস করে। এরা দলবদ্ধ গোত্রের তৃণভোজী প্রাণী। ওদের দলে কোনো শাবকের জন্ম হলে অন্য সদস্যরা আলাদা নজর রাখে শাবকের ওপর। সবাই মিলে শাবকের নিরাপত্তা নিশ্চিত করে। আফ্রিকান সাবানা অঞ্চলে এদের অবাধ বিচরণ। যেখানে গাঢ় সবুজ ঘাস রয়েছে মাঠের পরে মাঠ। মাঝে মাঝে থাকে উঁচু গাছপালা। আফ্রিকা থেকেই সাফারি পার্কে আনা হয়েছে জেব্রাগুলো। উপযুক্ত পরিবেশ পেয়ে জেব্রাসহ অন্যান্য প্রাণীরা নিয়মিত বাচ্চার জন্ম দিচ্ছে এ সাফারি পার্কে।
সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. তবিবুর রহমান জানান, পার্কের জেব্রা পালে নতুন এক পুরুষ শাবকের জন্ম হয়েছে। সকালে কাজে গেলে আমাদের নজরে আসে জেব্রাপালে একটি শাবকের জন্ম হয়েছে। শাবকটি মায়ের দুধ পান করছে। নিজের মতো করে পালের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে শাবকটি। সুস্থ সবল রয়েছে মা জেব্রা ও শাবকটি।
তিনি বলেন, আরও বেশ কিছু প্রাণী গর্ভবতী রয়েছে। এ মৌসুমে পার্কে বেড়াতে আসা দর্শনার্থীদের ব্যতিক্রমী আনন্দ দেবে বেশ কিছু প্রাণীর জন্ম দেওয়া শাবকগুলো।
মুন্সিগঞ্জের সিরাজদিখান ও শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ছয়টি ফুটওভার ব্রিজ বা পদচারী-সেতু সন্ধ্যা নামলেই অন্ধকারে ডুবে যায়। রাতে যাতায়াতের জন্য সেতুগুলোতে নেই কোনো বাতির ব্যবস্থা। ফলে আঁধারের মধ্যেই সেখান দিয়ে এক্সপ্রেসওয়ের এক পাশ থেকে অপর পাশে যেতে হচ্ছে পথচারীদের।
৬ মিনিট আগেভাঙন রোধে করা হয়েছিল নদী খনন; কিন্তু সেটাই এখন নীলফামারীর ডিমলা উপজেলার নাউতারা নদীর তীরের মানুষের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। খননের পর নদীগর্ভে বিলীন হয়েছে উপজেলার তিনটি ইউনিয়নের মানুষের বসতভিটা, কৃষিজমি, বাঁধ, সড়ক ও সরকারি অবকাঠামো।
১১ মিনিট আগেঅত্যন্ত ব্যয়বহুল ও সুরক্ষিত ‘চট্টগ্রাম হতে ঢাকা পর্যন্ত পাইপলাইনে জ্বালানি তেল পরিবহন প্রকল্পে’র (সিডিপিএল) কুমিল্লা ডিপোর দুটি ট্যাংকে পানি ঢুকে পড়েছে। এতে আলোড়ন সৃষ্টি হয় জ্বালানি খাতে।
২ ঘণ্টা আগেচট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে প্রক্টর ও রেজিস্ট্রারের অব্যাহতি চেয়ে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে শাখা ছাত্রদল। এদিকে নির্বাচনী কমিটিতে না থেকেও অব্যাহতির বিষয়ে ছাত্রদলের এমন বক্তব্য মানহানিকর দাবি করে
৩ ঘণ্টা আগে