Ajker Patrika

আরেক জনের কোলে শিশুকে রেখে উধাও নারী

আরেক জনের কোলে শিশুকে রেখে উধাও নারী

মধ্যবয়সী কালো বোরকা পড়া এক নারী অজ্ঞাত নামা এক শিশুকে কোলে নিয়ে হাসপাতালে হাঁটাহাঁটি করছিলেন। হাসপাতালে আসা অপর নারী দেলোয়ারাকে ডেকে বলেন, ‘আপনি আমার শিশু সন্তানটিকে একটু কোলে নিবেন? আমি ওয়াশ রুমে যাব। প্লিজ একটু নেন।’ এভাবেই আনুমানিক চার মাস বয়সী একটি ছেলে শিশুকে ওয়াশ রুমে যাওয়ার কথা বলে দেলোয়ারা নামের এক নারীর কাছে রেখে উধাও হয়ে যান ওই নারী। 

বুধবার সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলায় সদর হাসপাতালে এ ঘটনা ঘটে। দেলোয়ারা ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার চরশ্রীরামপুর গ্রামের মো. নূরুল ইসলামের স্ত্রী। 

ওই নারী কি শিশুর মা? আর কি কারণে শিশুটিকে ফেলে চলে গেছেন, এ বিষয়ে কোনো উত্তর পায়নি হাসপাতাল কর্তৃপক্ষ। 

 শিশুটিকে রেখে যাওয়ার পর শিশুটি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে রয়েছেদেলোয়ারা জানান, সকাল সাড়ে ১০টার দিকে মেয়ে শরিফাকে নিয়ে ডাক্তার দেখাতে হাসপাতালে আসেন তিনি। এর কিছুক্ষণ পর মধ্যবয়সী এক নারী বাথরুমে যাওয়ার কথা বলে ফুটফুটে শিশুটি তাঁর কোলে রেখে চলে যান। চলে যাওয়ার ৩ ঘণ্টা অতিবাহিত হলেও ওই নারী ফিরে আসেননি। এরপর হাসপাতালের আশপাশের এলাকা বিভিন্ন রুমে খোঁজ না পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করেন দেলোয়ারা। শিশুটির গায়ে সাদা রঙের স্যান্ডো গেঞ্জি ও সাদা রঙের প্যান্ট পরা অবস্থায় রয়েছে। 

হাসপাতালের সিনিয়র নার্স নূরুনাহার বলেন, শিশুটি বর্তমানে হাসপাতালের হেফাজতে রয়েছে। শিশুটি অনেক কান্নাকাটি করছে। দীর্ঘ সময় ধরে বুকের দুধ না পেয়ে শিশুটি বেশি কান্নাকাটি করছে বলে তাঁর ধারণা। 

শ্রীপুর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রণয় ভূষণ দাস বলেন, ছেলে শিশুটিকে হাসপাতালের একটি বেড রাখা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে শিশুটি বর্তমানে সুস্থ রয়েছে। তিনি আরও জানান, এরই মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে। সমাজ সেবা কর্মকর্তার মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। 

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. তরিকুল ইসলাম বলেন, হাসপাতালে একটি শিশু সন্তান ফেলে যাওয়ার খবর শুনেছি। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত