মধ্যবয়সী কালো বোরকা পড়া এক নারী অজ্ঞাত নামা এক শিশুকে কোলে নিয়ে হাসপাতালে হাঁটাহাঁটি করছিলেন। হাসপাতালে আসা অপর নারী দেলোয়ারাকে ডেকে বলেন, ‘আপনি আমার শিশু সন্তানটিকে একটু কোলে নিবেন? আমি ওয়াশ রুমে যাব। প্লিজ একটু নেন।’ এভাবেই আনুমানিক চার মাস বয়সী একটি ছেলে শিশুকে ওয়াশ রুমে যাওয়ার কথা বলে দেলোয়ারা নামের এক নারীর কাছে রেখে উধাও হয়ে যান ওই নারী।
বুধবার সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলায় সদর হাসপাতালে এ ঘটনা ঘটে। দেলোয়ারা ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার চরশ্রীরামপুর গ্রামের মো. নূরুল ইসলামের স্ত্রী।
ওই নারী কি শিশুর মা? আর কি কারণে শিশুটিকে ফেলে চলে গেছেন, এ বিষয়ে কোনো উত্তর পায়নি হাসপাতাল কর্তৃপক্ষ।
দেলোয়ারা জানান, সকাল সাড়ে ১০টার দিকে মেয়ে শরিফাকে নিয়ে ডাক্তার দেখাতে হাসপাতালে আসেন তিনি। এর কিছুক্ষণ পর মধ্যবয়সী এক নারী বাথরুমে যাওয়ার কথা বলে ফুটফুটে শিশুটি তাঁর কোলে রেখে চলে যান। চলে যাওয়ার ৩ ঘণ্টা অতিবাহিত হলেও ওই নারী ফিরে আসেননি। এরপর হাসপাতালের আশপাশের এলাকা বিভিন্ন রুমে খোঁজ না পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করেন দেলোয়ারা। শিশুটির গায়ে সাদা রঙের স্যান্ডো গেঞ্জি ও সাদা রঙের প্যান্ট পরা অবস্থায় রয়েছে।
হাসপাতালের সিনিয়র নার্স নূরুনাহার বলেন, শিশুটি বর্তমানে হাসপাতালের হেফাজতে রয়েছে। শিশুটি অনেক কান্নাকাটি করছে। দীর্ঘ সময় ধরে বুকের দুধ না পেয়ে শিশুটি বেশি কান্নাকাটি করছে বলে তাঁর ধারণা।
শ্রীপুর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রণয় ভূষণ দাস বলেন, ছেলে শিশুটিকে হাসপাতালের একটি বেড রাখা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে শিশুটি বর্তমানে সুস্থ রয়েছে। তিনি আরও জানান, এরই মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে। সমাজ সেবা কর্মকর্তার মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. তরিকুল ইসলাম বলেন, হাসপাতালে একটি শিশু সন্তান ফেলে যাওয়ার খবর শুনেছি। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
মধ্যবয়সী কালো বোরকা পড়া এক নারী অজ্ঞাত নামা এক শিশুকে কোলে নিয়ে হাসপাতালে হাঁটাহাঁটি করছিলেন। হাসপাতালে আসা অপর নারী দেলোয়ারাকে ডেকে বলেন, ‘আপনি আমার শিশু সন্তানটিকে একটু কোলে নিবেন? আমি ওয়াশ রুমে যাব। প্লিজ একটু নেন।’ এভাবেই আনুমানিক চার মাস বয়সী একটি ছেলে শিশুকে ওয়াশ রুমে যাওয়ার কথা বলে দেলোয়ারা নামের এক নারীর কাছে রেখে উধাও হয়ে যান ওই নারী।
বুধবার সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলায় সদর হাসপাতালে এ ঘটনা ঘটে। দেলোয়ারা ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার চরশ্রীরামপুর গ্রামের মো. নূরুল ইসলামের স্ত্রী।
ওই নারী কি শিশুর মা? আর কি কারণে শিশুটিকে ফেলে চলে গেছেন, এ বিষয়ে কোনো উত্তর পায়নি হাসপাতাল কর্তৃপক্ষ।
দেলোয়ারা জানান, সকাল সাড়ে ১০টার দিকে মেয়ে শরিফাকে নিয়ে ডাক্তার দেখাতে হাসপাতালে আসেন তিনি। এর কিছুক্ষণ পর মধ্যবয়সী এক নারী বাথরুমে যাওয়ার কথা বলে ফুটফুটে শিশুটি তাঁর কোলে রেখে চলে যান। চলে যাওয়ার ৩ ঘণ্টা অতিবাহিত হলেও ওই নারী ফিরে আসেননি। এরপর হাসপাতালের আশপাশের এলাকা বিভিন্ন রুমে খোঁজ না পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করেন দেলোয়ারা। শিশুটির গায়ে সাদা রঙের স্যান্ডো গেঞ্জি ও সাদা রঙের প্যান্ট পরা অবস্থায় রয়েছে।
হাসপাতালের সিনিয়র নার্স নূরুনাহার বলেন, শিশুটি বর্তমানে হাসপাতালের হেফাজতে রয়েছে। শিশুটি অনেক কান্নাকাটি করছে। দীর্ঘ সময় ধরে বুকের দুধ না পেয়ে শিশুটি বেশি কান্নাকাটি করছে বলে তাঁর ধারণা।
শ্রীপুর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রণয় ভূষণ দাস বলেন, ছেলে শিশুটিকে হাসপাতালের একটি বেড রাখা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে শিশুটি বর্তমানে সুস্থ রয়েছে। তিনি আরও জানান, এরই মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে। সমাজ সেবা কর্মকর্তার মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. তরিকুল ইসলাম বলেন, হাসপাতালে একটি শিশু সন্তান ফেলে যাওয়ার খবর শুনেছি। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
মুন্সিগঞ্জের সিরাজদিখান ও শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ছয়টি ফুটওভার ব্রিজ বা পদচারী-সেতু সন্ধ্যা নামলেই অন্ধকারে ডুবে যায়। রাতে যাতায়াতের জন্য সেতুগুলোতে নেই কোনো বাতির ব্যবস্থা। ফলে আঁধারের মধ্যেই সেখান দিয়ে এক্সপ্রেসওয়ের এক পাশ থেকে অপর পাশে যেতে হচ্ছে পথচারীদের।
৩ মিনিট আগেভাঙন রোধে করা হয়েছিল নদী খনন; কিন্তু সেটাই এখন নীলফামারীর ডিমলা উপজেলার নাউতারা নদীর তীরের মানুষের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। খননের পর নদীগর্ভে বিলীন হয়েছে উপজেলার তিনটি ইউনিয়নের মানুষের বসতভিটা, কৃষিজমি, বাঁধ, সড়ক ও সরকারি অবকাঠামো।
৯ মিনিট আগেঅত্যন্ত ব্যয়বহুল ও সুরক্ষিত ‘চট্টগ্রাম হতে ঢাকা পর্যন্ত পাইপলাইনে জ্বালানি তেল পরিবহন প্রকল্পে’র (সিডিপিএল) কুমিল্লা ডিপোর দুটি ট্যাংকে পানি ঢুকে পড়েছে। এতে আলোড়ন সৃষ্টি হয় জ্বালানি খাতে।
২ ঘণ্টা আগেচট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে প্রক্টর ও রেজিস্ট্রারের অব্যাহতি চেয়ে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে শাখা ছাত্রদল। এদিকে নির্বাচনী কমিটিতে না থেকেও অব্যাহতির বিষয়ে ছাত্রদলের এমন বক্তব্য মানহানিকর দাবি করে
৩ ঘণ্টা আগে