Ajker Patrika

১৮ দিনেও উদ্ঘাটন হয়নি খুনের রহস্য, আইনি জটিলতায় থানা হেফাজতে অটোরিকশা 

রাতুল মন্ডল, শ্রীপুর (গাজীপুর)
আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ০১: ৩৮
১৮ দিনেও উদ্ঘাটন হয়নি খুনের রহস্য, আইনি জটিলতায় থানা হেফাজতে অটোরিকশা 

পরিবারের একমাত্র উপার্জনের মাধ্যম ছিল অটোরিকশা। তা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন মো. রিয়াজ উদ্দিন। দুর্বৃত্তদের হাতে খুন হওয়ার পর আইনি জটিলতায় সেই অটোরিকশাটি ১৮ দিন ধরে পড়ে রয়েছে থানায়। এ দিকে খুন হওয়ার ১৮ দিনেও রহস্য উদ্ঘাটন করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। 

অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা কালে বাঁধা দেওয়ায় অজ্ঞাত নামা খুনিদের হাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় অটোরিকশা চালক মো. রিয়াজ উদ্দিনের। নিহত রিয়াজ উদ্দিনের বাড়ি তেলিহাটি ইউনিয়নের ডোমবাড়িচালা গ্রামে। তাঁর বাবার নাম আব্দুল কাদির। স্বামী খুন হওয়ার পর থেকে পাঁচ সন্তান নিয়ে খুবই কষ্টে দিন পার করছেন নিহত রিয়াজ উদ্দিনের স্ত্রী নাসিমা আক্তার। 

গতকাল সোমবার সকালে তেলিহাটি ইউনিয়নের ডোমবাড়িচালা গ্রামে কথা হয় রিয়াজ উদ্দিনের স্ত্রী নাসিমা আক্তারের সঙ্গে। তিনি জানান, অটোরিকশা চালিয়ে সাত সদস্যের সংসার চলাতেন স্বামী রিয়াজ উদ্দিন। স্বামী হত্যার সঙ্গে সঙ্গে তাঁর পরিবারের উপার্জনও বন্ধ হয়ে যায়। সংসারের উপার্জনের একমাত্র সম্বল অটোরিকশাটিও পড়ে আছে থানায়। আগামী নভেম্বর মাসে মামলার তারিখে ভাগ্য নির্ণয় হবে অটোরিকশার। এত দিনে অটোরিকশা ব্যাটারি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করছেন তিনি। তাঁর পাশাপাশি ১৮ দিনেও স্বামী হত্যার কারণ জানতে না পারায় দুঃখ প্রকাশ করেন তিনি। 

নাসিমা আক্তার আরও জানান, চার মেয়ে এক ছেলেকে নিয়ে কি করে কাটবে বাকি জীবন এই চিন্তায় সময় কাটছে তাঁর। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এক বস্তা চাল ও ইউপি সদস্য ১০ কেজি আঁটা দিয়েছেন। এ সকল খাদ্য সামগ্রীও প্রায় শেষ হতে চলছে। অটোরিকশাটা ফিরে পেলে মানুষকে চালাতে দিলেও দিনে ২০০ টাকা পাওয়া যেতো। তাতেই কিছুটা হলেও সংসারের অভাব অনটন মোচন করতে পারবেন বলে জানান তিনি। 

তিনি আরও জানান, দিনে মানুষের বাড়ি দিনমজুরের কাজ করে সন্ধ্যার পর অটোরিকশা নিয়ে বেড় হতেন তাঁর স্বামী। কোনো কোনো সময় সারা রাত গাড়ি চালাতেন তিনি। দিনে অটোরিকশা নিয়ে বেড় হতেন না। রাতে বেশি ভাড়া পাওয়ার আশায় রাতেই চালাতেন অটোরিকশা। 

দুর্বৃত্তদের হাতে খুন হওয়া রিয়াজ উদ্দিনের মেয়ে রিয়া বলেন, বাবা খুন হওয়ার বেশ দিন চলে গেলেও খুনের কারণ জানতে পারিনি। অপরদিকে আমাদের সংসারের একমাত্র সম্বল অটোরিকশা থানায় পড়ে আছে। ছোট ছোট ভাইবোন নিয়ে কোনোমতে খেতে না খেয়ে দিন কাটছে। 

উল্লেখ্য, গত ৬ অক্টোবর গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের ডোমবাড়িচালা গ্রামে অটোরিকশা ছিনতাইয়ের করার সময় গলা কেটে হত্যার চেষ্টায় গুরুতর আহত অটোরিকশা চালক মো. রিয়াজ উদ্দিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ সময় খুনিদের ব্যবহৃত জুতাসহ আরও কিছু আলামত জব্দ করা হয়। 

শ্রীপুর থানার উপপরিদর্শক এসআই নাঈমুল হক বলেন, খুনের রহস্য উদ্ঘাটন করতে কাজ করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে খুনের রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে। 

শ্রীপুর থানার পরিদর্শক তদন্ত মাহফুজ ইমতিয়াজ ভূইয়া বলেন, আইনি জটিলতায় অটোরিকশা থানায় রয়েছে। আগামী চার তারিখ আদালতের সিদ্ধান্তের পর অটোরিকশা সেই পরিবারের হাতে হস্তান্তর করা হবে। পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে হত্যার মূল রহস্য উদ্ঘাটনের জন্য কাজ করা হচ্ছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত